কোভিড পজিটিভ ভারতের মহিলা টি-২০ দলের অধিনায়ক
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্করোড সেফটি সিরিজ খেলে ফেরার পরই কোভিডে আক্রান্ত হয়েছেন ভারতীয় লেজেন্ডস দলের বেশ কিছু সদস্য। যার মধ্যে রয়েছেন মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকর, এস বদ্রিনাথ, ইউসুফ পাঠান, ইরফান পাঠানরা। এবার করোনার থাবা ভারতীয় মহিলা ক্রিকেট দলেও।
ভারতের মহিলা টি-টোয়েন্টি দলের অধিনায়ক হরমনপ্রীত কউর আক্রান্ত হলেন করোনায়। টুইট করে নিজেই একথা জানিয়েছেন তিনি। তবে বর্তমানে হরমনপ্রীত সুস্থ রয়েছেন এবং চিকিৎসকের পরামর্শ মেনে নিভৃতবাসে চলে গিয়েছেন বলেও জানান এই ডানহাতি ক্রিকেটার।
সম্প্রতি দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওডিআই ও টি-টোয়েন্টি সিরিজ খেলল উইমেন ইন ব্লু। পাঁচ ম্যাচের ওডিআই সিরিজে ৪-১ ব্যবধানে দুরমুশ হয়েছে ভারত। লখনউতে সিরিজের শেষ ম্যাচে ব্যাট করার সময় চোট পান হরমনপ্রীত। আর মাঠে ফেরেননি তিনি। চোট এতটাই গুরুতর ছিল যে, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে যান ৩২ বছর বয়সী এই তারকা। তাঁর পরিবর্তে কুড়ি-বিশের যুদ্ধে দেশকে নেতৃত্ব দেন স্মৃতি মন্ধানা।
মঙ্গলবার হরমনপ্রীত টুইট করেন, ‘দুর্ভাগ্যবশত, আমি কোভিড-১৯ পজিটিভ। আমি সুস্থ রয়েছি এবং আধিকারিক ও চিকিৎসকদের পরামর্শ মতো সমস্ত মেনে চলছি। আপাতত নিজেকে কোয়ারান্টাইনে রেখেছি। সেইসঙ্গে সকলকে অনুরোধ করছি, যারা গত সাতদিনে আমার সংস্পর্শে এসেছেন, তারা যেন একবার পরীক্ষা করিয়ে নেন। ঈশ্বরের আশীর্বাদ এবং আপনাদের শুভকামনায় আমি শীঘ্রই সুস্থ হয়ে মাঠে ফিরব। দয়া করে সকলে মাস্ক পরুন এবং সুস্থ থাকুন। ভালোবাসা, হরমন।’