৯০ মিনিটে শেষ করতে হবে ইনিংস; থাকছে না 'সফট সিগন্যাল'
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কআর দিন দশেকও সময় নেই। তারই মধ্যে সময়ের ফাঁদে আইপিএল! আর চলবে না অযথা সময় নষ্ট। ‘ফাঁকিবাজি’র দিন শেষ। নয়া নিয়মের বেড়াজালে এবার উত্তেজনার পারদ আরও তুঙ্গে ক্রোড়পতি লিগের।
বিসিসিআইয়ের পক্ষ থেকে আসন্ন আইপিএলের জন্য কড়া পদক্ষেপ নেওয়া হল। দুটি সিদ্ধান্ত, যা মনে ধরেছে ক্রিকেটপ্রেমীদের। নয়া নিয়ম অনুযায়ী, প্রতিটি ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষ করতে হবে ৯০ মিনিটের মধ্যেই। আগের নিয়ম ছিল, কুড়িতম ওভারটি ৯০ মিনিটের মধ্যে শুরু করলেই হবে।
ভারতীয় বোর্ডের তরফে জানানো হয়েছে, ‘প্রতি ঘণ্টায় ১৪.১১ ওভার আইপিএলে নূন্যতম ওভার রেট হওয়া উচিত (টাইম-আউটের জন্য যে সময় নেওয়া হবে তা গ্রহণযোগ্য নয়)। যার অর্থ ২০ ওভারের খেলা ৯০ মিনিটে শেষ হবে (৮৫ মিনিট ম্যাচের জন্য এবং ৫ মিনিট টাইম-আউটে জন্য)। কোনও কারণে দেরিতে ম্যাচ শুরু হলে বা ম্যাচে কোনও রকম বিঘ্ন ঘটায় ম্যাচে ওভার কমে গেলে, সে ক্ষেত্রে প্রতি ওভার ৪ মিনিট ১৫ সেকেন্ড করে ধরে নিয়ে ৯০ মিনিট থেকে সময় কমানো হবে।’ বোলিং বা ব্যাটিং দল, যে-ই সময় নষ্ট করুক না কেন, তাদেরই পড়তে হবে শাস্তি কিংবা জরিমানার কবলে। আর এই পুরো বিষয় নিয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবেন চতুর্থ আম্পায়ার।
এছাড়া বহু বিতর্কিত ‘সফট সিগন্যাল’ নিয়মটিও থাকছে না এবারের আইপিএলে। আইসিসির নিয়মানুসারে, তৃতীয় আম্পায়ার যদি টিভি রিপ্লেতে নিশ্চিত ভাবে কিছু বুঝতে না পারেন অথবা বিন্দুমাত্র সন্দেহ থেকে যায়, তাহলে অনফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে সেটাই বহাল রাখা হয়। এই নিয়ে বিশ্বজুড়ে বিতর্কের শেষ নেই। সম্প্রতি ভারত-ইংল্যান্ড সিরিজেও একাধিকবার সমস্যা তৈরি হয়েছে এই ‘সফট সিগন্যাল’ ইস্যুতে। ফলে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থার কাছে জোরাল দাবি উঠেছে, এই নিয়ম পরিবর্তনের।
আইসিসি ভবিষ্যতে কী করে তার উত্তর তো দেবে সময়। তবে বিসিসিআই তাদের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেটে এই আবেদনে সাড়া দিল। বোর্ডের তরফে জানানো হয়েছে, ‘তৃতীয় আম্পায়ারের সাহায্য চাওয়ার সময় অলফিল্ড আম্পায়ার সিদ্ধান্ত গুরুত্ব পাবে না। অলফিল্ড আম্পায়ারের মনে দ্বন্দ্ব থাকলে তারা সরাসরি তৃতীয় আম্পায়ারের সাহায্য নেবে। এরপর কোনও ব্যাটসম্যান ক্যাচ আউট হয়েছেন নাকি সেটা বাম্প, ব্যাটসম্যান ফিল্ডিংয়ের ক্ষেত্রে কোনও বাধা সৃষ্টি করেছে কিনা, এই সব যাবতীয় বিষয়ে তৃতীয় আম্পায়ারই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’
আগামী ৯ এপ্রিল চেন্নাইয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ম্যাচ দিয়ে শুরু হবে এবারের আইপিএল। রোহিত বনাম বিরাটের ম্যাচ থেকেই দেখা যাবে এই নতুন নিয়ম। বিসিসিআই জানিয়েছে, নয়া নিয়ম কার্যকর হবে ১ এপ্রিল থেকে।