• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

পোলার্ডের লড়াই ব্যর্থ করে টি-২০ সিরিজ জিতল ভারত

ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুরন্ত লড়াইয়ে ভাগ্য বদলে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের তৃতীয় তথা নির্নায়ক টি-২০ ম্যাচে ৬৭ রানে পরাজিত করে ভারত৷

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

মুম্বই: সাম্প্রতিক অতীতে টি-২০ ক্রিকেটে প্রথমে ব্যাট করে তেমন একটা সাফল্য পায়নি টিম ইন্ডিয়া৷ তিরুঅনন্তপুরমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি৷ সিরিজের তৃতীয় তথা নির্নায়ক টি-২০ ম্যাচে টস ভাগ্য সঙ্গ না দেওয়ায় আরও একবার প্রথমে ব্যাট করতে বাধ্য হয় ভারত৷ তবে এবার আর চেনা ছবিটা ফিরতে দেয়নি কোহলি অ্যান্ড কোং৷

ওয়াংখেড়ে স্টেডিয়ামে দুরন্ত লড়াইয়ে ভাগ্য বদলে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের তৃতীয় তথা নির্নায়ক টি-২০ ম্যাচে ৬৭ রানে পরাজিত করে ভারত৷ সেই সঙ্গে তিন ম্যাচের টি-২০ সিরিজের দখল নেয় ২-১ ব্যবধানে৷ টস হেরে শুরুতে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২৪০ রানের বিশাল ইনিংস গড়ে তোলে৷ জবাবে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৭৩ রানে আটকে যায়৷

ওয়াংখেড়ের আন্তর্জাতিক টি-২০ ইতিহাস পরে ব্যাট করা দলের হয়ে কথা বলছিল৷ এই ম্যাচের আগে এই মাঠে ৬টি আন্তর্জাতি টি-২০’র মধ্যে ৫টি’তে জয় তুলে নিয়েছে পরে ব্যাট করা দল৷ ভারত সেই হিসাবটা বদলে দিল এদিন৷

টিম ইন্ডিয়ার হয়ে অনবদ্য হাফসেঞ্চুরি করেন রোহিত শর্মা, লোকেশ রাহুল ও বিরাট কোহলি৷ লোকেশ অল্পের জন্য শতরান হাতছাড়া করেন৷ তিনি ব্যক্তিগত ৯১ রানের মাথায় আউট হয়ে বসেন৷ ৫৬ বলের ইনিংসে কেএল ৯টি চার ও ৪টি ছক্কা মারেন৷ ৬টি চার ও ৫টি ছক্কার সাহায্যে ৩৪ বলে ৭১ রান করে আউট হন হিটম্যান৷ বিরাট কোহলি ৪ নম্বরে ব্যাট করতে নেমে ৩টি চার ও ৫টি ছক্কা সাহায্যে ২১ বলে ৫০ রানের গণ্ডি টপকে যান৷ শেষমেশ ২৯ বলে ৭০ রান করে অপরাজিত থাকেন ভারত অধিনায়ক৷ তিনি ৪টি চার ও ৭টি ছক্কা মারেন৷

     

বিজ্ঞাপন

Goto Top