• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

করোনা আক্রান্ত অক্ষর

এই খবর নিশ্চিত করেছে ক্যাপিটালস কর্তৃপক্ষ।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

আইপিএলের আগে বড় ধাক্কা দিল্লি শিবিরে। অতিমারী করোনার কবলে দিল্লি ক্যাপিটালসের তারকা অলরাউন্ডার অক্ষক প্যাটেল। শনিবার এক বিবৃতি এই খবর নিশ্চিত করেছে ক্যাপিটালস কর্তৃপক্ষ।
গত ২৮ মার্চ মুম্বইয়ের টিম হোটেলে প্রবেশ করেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার। তার আগে তাঁর কোভিড রিপোর্ট নেগেটিভ ছিল। কিন্তু আইপিএলের নিয়মানুসারে, টিম হোটেলে আসার পর ফের কোভিড পরীক্ষা হয় অক্ষরের। তাতেই রিপোর্ট পজিটিভ আসে তাঁর। এর ফলে মেডিক্যাল কেয়ারে আইসোলেশনে রয়েছেন তিনি। পরবর্তী রিপোর্ট নেগেটিভ আসার আগে পর্যন্ত নিভৃতবাসেই কাটাতে হবে ভারতীয় দলের এই ক্রিকেটারকে।
আগামী ১০ এপ্রিল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে এবারের আইপিএলে যাত্রা শুরু করবে দিল্লি ক্যাপিটালস। কাঁধে চোট ইতিমধ্যে আইপিএল থেকে ছিটকে গিয়েছেন নিয়মিত অধিনায়ক শ্রেয়াস আয়ার। জাতীয় দলের এই তারকা ব্যাটসম্যানের পরিবর্তে অধিনায়কত্বের দায়িত্ব চেপেছে ঋষভ পন্থের কাঁধে। প্রথম ম্যাচে হয়তো মাঠে নামতে পারবেন না অক্ষরও। আইপিএল শুরুর আগেই শ্রেয়াসের ছিটকে যাওয়া এবং অক্ষরের করোনা, জোড়া ধাক্কা আপাতত বেসামাল রিকি পন্টিংয়ের দিল্লি শিবির।
আসন্ন আইপিএলে প্রথম ক্রিকেটার হিসাবে করোনা আক্রান্ত হয়েছিলেন কলকাতা নাইট রাইডার্সের তারকা নীতিশ রানা। তবে কেকেআরের এই বাঁহাতি ব্যাটসম্যান পুরোপুরি সুস্থ হয়ে নেটে প্র্যাকটিস শুরু করেছেন। যদিও এই দুই ক্রিকেটারের আক্রান্ত হওয়ার খবরে আতঙ্ক জাঁকিয়ে বসেছে আইপিএলপ্রেমীদের মনে। যে হারে এই মারণ ভাইরাস নিজের জাল বুনছে তাতে সুষ্ঠুভাবে এবারের আইপিএল সম্পন্ন হবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করেছে ওয়াকিবহাল মহল।

     

বিজ্ঞাপন

Goto Top