• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

অনুশীলনে যোগ দিলেন নীতিশ রানা

স্বস্তি নাইট শিবিরে। 

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

অবশেষে স্বস্তি নাইট শিবিরে। করোনা মুক্ত হয়ে দলের সঙ্গে অনুশীলনে যোগ দিলেন কলকাতা নাইট রাইডার্সের অভিজ্ঞ মিডল অর্ডার ব্যাটসম্যান নীতীশ রানা।
মুম্বইয়ের টিম হোটেলে নিভৃতবাস পর্ব কাটানোর সময় গত বৃহস্পতিবার তাঁর কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছিল। তবে এবার রিপোর্ট নেগেটিভ আসায় অনুশীলনে যোগ দিলেন দিল্লির এই বাঁহাতি ব্যাটসম্যান।
নাইটদের তরফ থেকে এই বিষয়ে একটি ভিডিও বার্তা দেওয়া হয়েছে। সেখানে রানা বলেন, ‍‘মুম্বইয়ে দলে যোগ দেওয়ার আগে সবার করোনা পরীক্ষা বাধ্যতামূলক ছিল। সেই পরীক্ষার ফল নেগেটিভ আসার পরেই বিমানে চেপেছিলাম। এরপর টিম হোটেলে এসে নিভৃতবাসে চলে যাই। সেই সময় আরও একবার পরীক্ষা করা হয়েছিল। যদিও আমি একদম সুস্থ ছিলাম। কোনও উপসর্গ ছিল না আমার। তাই কোভিড পরীক্ষার ফল যে পজিটিভ আসবে সেটা স্বপ্নেও ভাবিনি।’ নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে রানা বলেন, ‍‘আমি বিসিসিআই ও চিকিৎসকদের দেওয়া সব পরামর্শ মেনে চলছিলাম। যদিও সেই ঘটনার এগারো দিন পর দুইবার পরীক্ষা করা হয়। আমার সৌভাগ্য শেষ দুটো রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই দলে যোগ দিয়ে অনুশীলন শুরু করলাম।’ ভিডিও-র শেষে তিনি যোগ করেছেন, ‍‘করোনা খুবই মারাত্মক ভাইরাস। তাই আপনাদের কাছে আবেদন নিজের কাছের ও পরিবারের লোকদের যত্ন নিন।’
গত আইপিএলে ১৪টি ম্যাচ খেলে ৩৫২ রান করেছিলেন রানা। সব মিলিয়ে আইপিএলে মোট ৬০টি ম্যাচ খেলে ১,৪৩৭ রান করেছেন তিনি। এবারের বিজয় হজারে ট্রফিতেও দুর্দান্ত খেলেছেন এই ব্যাটিং অলরাউন্ডার। সেখানে সাত ম্যাচে ৬৬.৩৩ গড়ে ৩৯৮ রান করেছেন নাইট ব্যাটিং অর্ডারের অন্যতম স্তম্ভ নীতিশ রানা।

     

বিজ্ঞাপন

Goto Top