• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বোর্ডের হস্তক্ষেপে মিটতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের যাবতীয় সমস্যা

ভারতীয় ক্রিকেট বোর্ড মুশকিল আসান করল। 

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

চলতি বছরের শেষেই দেশের মাটিতে বসতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। এই বিশ্বকাপে পাকিস্তানের অংশ নেওয়া নিয়ে প্রথম থেকেই চলছে টানাপোড়েন। সেইসঙ্গে ভারত সরকারের কর ছাড়ের বিষয়টি নিয়ে আইসিসির সঙ্গে তৈরি হয়েছে সমস্যা।
তবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট বোর্ড যেন সবকিছুরই মুশকিল আসান। পিসিবি চেয়ারম্যান এহসান মানি চেয়েছিলেন, পাকিস্তানি ক্রিকেটারদের দ্রুত ভিসা দেওয়ার বিষয়টি নিশ্চিত করা হোক। বিসিসিআই সেই দাবি মেনে এপ্রিলের মধ্যে লিখিত আশ্বাস দেবে বলে এদিন জানা গিয়েছে।
পাশাপাশি এতদিন কর ছাড় নিয়ে আইসিসি’র সঙ্গেও দড়ি টানাটানি চলছিল বিসিসিআইয়ের। টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়াও যাতে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ আয়োজন করতে কর ছাড় দেওয়া হয়, তার নিশ্চয়তা চেয়েছিল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থ। এই বিষয়টিরও দ্রুত সমাধান হয়ে যাবে বলে জানিয়েছেন ভারতীয় বোর্ড।

     

বিজ্ঞাপন

Goto Top