• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

কেকেআরে গুরকিরত

রিঙ্কু সিং -এর পরিবর্তে তাঁকে দলে নিল কেকেআর।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

কনুইয়ে চোট পেয়ে আসন্ন আইপিএল থেকে ছিটকে গেলেন কলকাতা নাইট রাইডার্সের বাঁহাতি ব্যাটসম্যান রিঙ্কু সিং। তাঁর পরিবর্তে গুরকিরত সিং মানকে দলে নিল কেকেআর।
এক বিজ্ঞপ্তি প্রকাশ করে নাইট ম্যানেজমেন্ট জানায়, রিঙ্কুর চোট এতটাই গুরুতর যে পুরো মরশুমেই মাঠে নামতে পারবেন না তিনি। যদিও রিঙ্কু প্রথম একাদশের নিয়মিত ক্রিকেটার নন। তবে অতীতে যেটুকু সুযোগ তাঁকে দেওয়া হয়েছিল, তার সদ্ব্যবহার করতে পারেননি এই মারকুটে ব্যাটসম্যান। তা সত্ত্বেও কেকেআর টিম ম্যানেজমেন্ট রিঙ্কু এবার দলে রেখেছিল।অন্যদিকে, ২০১২ সালে কিংস ইলেভেন পঞ্জাবের হয়ে আইপিএল অভিষেক হয়েছিল গুরকিরতের। গত মরশুমে তিনি ছিলেন বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে। তার আগে দিল্লি ডেয়ারডেভিলসের হয়েও খেলেছেন এই পঞ্জাব তনয়। ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও যথেষ্ট সাবলীল এই ডানহাতি। বেস প্রাইজ ৫০ লক্ষ টাকার বিনিময়েই তাঁকে এবার দলে নিল কেকেআর।

     

বিজ্ঞাপন

Goto Top