• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ছক্কা হাঁকিয়ে ফের ট্রফি আনবেন রোহিত, বলছেন রাহুল চাহার

খেতাব ধরে রাখতে বদ্ধপরিকর মুম্বই ইন্ডিয়ান্স 

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

সুযোগ পেয়েছিলেন খুব অল্পই। তারই মধ্যে নিজেকে প্রমাণ করেছেন। আইপিএলে তারকা তকমা সেঁটে গিয়েছে তাঁর গায়ে। শুধু তাই নয়, জাতীয় দলের হয়েও অভিষেক হয়েছে রাহুল চাহারের। মাত্র তিন ম্যাচ খেললেও, টি-টোয়েন্টির জন্য আগামী দিনেও ভারতীয় দলের পরিকল্পনায় রয়েছেন তিনি। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়েও ২১ বছর বয়সী এই লেগ স্পিনার দলের অপরিহার্য অঙ্গ হয়ে উঠেছেন।
২০১৮ সালে ১.৯০ কোটি টাকার বিনিময়ে রাহুল চাহারকে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স। দুবাইয়ে গত আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করে সকলের মন জয় করে নিয়েছেন তিনি। রোহিতদের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে যথেষ্ট অবদান রয়েছে তাঁর। ১৫ ম্যাচে ১৫ উইকেট দখল করে এই মুহূর্তে মুম্বইয়ের স্পিন বিভাগের সবথেকে বড় ভরসা চাহারই। টানা দুইবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পর আত্মবিশ্বাসও তুঙ্গে এই তরুণ তুর্কির।
অধিনায়ক রোহিত শর্মার উপরও পূর্ণ আস্থা রয়েছে চাহারের। এবারও চ্যাম্পিয়ন হওয়ার বিষয়ে আশাবাদী তিনি। সেইসঙ্গে চাহার মনে করেন, রোহিত ছক্কা হাঁকিয়ে আইপিএল জয়ের হ্যাটট্রিক করবেন মুম্বইয়ের হয়ে। রাজস্থানের এই ডানহাতি স্পিনার বলেন, ‍‘মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আরও একটি দুর্দান্ত মরশুম কাটানোর অপেক্ষায় রয়েছি। আমাদের সঙ্গে রয়েছে সেরা কোচিং স্টাফ। জাহির খান, মাহেলা জয়বর্ধনে এঁদের থেকে ক্রিকেটের শিক্ষা নেওয়া গর্বের বিষয়। আমি নিশ্চিত, আবারও অনেক কিছু শিখতে পারব।’
ফের ট্রফি জয়ের ব্যাপারে নিশ্চিত রাহুল বলেন, ‍‘আমি আত্মবিশ্বাসী যে মুম্বই ইন্ডিয়ান্স ষষ্ঠ খেতাব জিততে চলেছে। সবাই যেভাবে পারফর্ম করছে এবং যেরকম ফর্মে রয়েছে, বিশেষ করে রোহিত ভাই, হার্দিক, ক্রুনাল, সূর্য এবং ইশান কিষাণ, তাতে আমরাই ফেভারিট হিসাবে নামব এবং আইপিএল জয়ের হ্যাটট্রিক করব। আমি এটাও নিশ্চিত যে এবার রোহিত ভাই ছক্কা হাঁকিয়ে ট্রফি এনে দেবে।’
আসন্ন আইপিএলে ইশান এবং সূর্যকুমার যাদব মুম্বই ইন্ডিয়ান্সের কি-প্লেয়ার হতে চলেছে বলে মনে করছেন চাহার। তিনি বলেন, ‍‘রোহিত ভাই, হার্দিক আর পোলার্ড তো আমাদের দলের তারকা ক্রিকেটার। তাদের ক্ষমতা আছে যে কোনও মুহূর্তে ম্যাচের রঙ বদলে দেওয়ার। এই তিনজন ছাড়াও আমি মনে করি সূর্য এবং ইশান এই মরশুমে আমাদের সাফল্যের চাবিকাঠি হতে চলেছে। দুর্দান্ত ফর্মে রয়েছে ওরা।’

     

বিজ্ঞাপন

Goto Top