• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

মইন আলির উদ্দেশে বিতর্কিত টুইট তসলিমার

কড়া জবাব জোফ্রা আর্চারের

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

ফের বিতর্কের কেন্দ্রে বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন। এ বার তিনি বিতর্কিত মন্তব্য করলেন ইংল্যান্ডের ক্রিকেটার মইন আলিকে উদ্দেশ্য করে। তসলিমার মতে, ক্রিকেটের সঙ্গে যুক্ত না থাকলে মইন আলি নাকি সিরিয়ায় গিয়ে আইসিস জঙ্গি সংগঠনে যোগ দিতেন। এমনই টুইট করেছেন ‍‘লজ্জা’-র লেখিকা। তাঁর এই মন্তব্যের পরে সমালোচনার ঝড় বইছে দুনিয়া জুড়ে। ইংল্যান্ড জাতীয় দলে মইনের সতীর্থ জোফ্রা আর্চার তূব্র প্রতিবাদ জানিয়েছেন তসলিমার এই বিতর্কিত টুইটের পরিপ্রেক্ষিতে।

বর্তমানে আইপিএলে খেলতে ভারতে রয়েছেন মইন। তিনি খেলেন মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসের হয়ে। দিন কয়েক আগে মইন সিএসকে দলে তাঁর জার্সিতে মদ প্রস্তুতকারক সংস্থার লোগো তুলে নিতে আবেদন জানিয়েছিলেন দলীয় কর্তৃপক্ষকে। ইসলাম ধর্মে যেহেতু মদের প্রচার বারণ, তাই এই আবেদন করেছিলেন তিনি। তাঁর ধর্মীয় আবেগকে সম্মান জানিয়ে সিএসকে মইনের জার্সি থেকে ওই লোগো তুলে নেয়। সেই প্রসঙ্গ উল্লেখ করেই তসলিমা টুইট করেছেন, ‍‘‍‘মইন আলি যদি ক্রিকেটের সঙ্গে যুক্ত না হতেন, তা হলে সিরিয়ায় গিয়ে আইসিস-এ যোগ দিতেন।’’

এই টুইটের পরেই ইন্টারনেটে প্রবল ক্ষোভের মুকে পড়েন তসলিমা। বিশ্ব জুড়ে প্রত্যেকেই তাঁর এই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। জোফ্রা আর্চার পাল্টা টুইট করেন তসলিমাকে। তিনি লেখেন, ‍‘‍‘আপনি কি ঠিক আছেন?আমার মনে হয় না আপনি ঠিক আছেন!’’ উত্তরে তসলিমা বলেন, তিনি ওই টুইটটি করেছিলেন মজার ছলে ব্যঙ্গ করে। উত্তরে আর্চার ফের লেখেন, ‍‘‍‘ব্যঙ্গ’?আপনি নিজেও হাসছেন না। আপনি যা করতে পারেন, তা হল টুইটটি মুছে দিন।’’

     

বিজ্ঞাপন

Goto Top