• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

অবাক হার ম্যান সিটির

দশজনের লিডসকে পেয়েও ২-১ গোলে হেরে মাঠ ছাড়ল পেপের দল।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

দশজনের লিডস ইউনাইটেডের বিরুদ্ধে মুখ থুবড়ে পড়ল ম্যাঞ্চেস্টার সিটি। চলতি মরশুমে ইতিমধ্যেই অনেকে ইংলিশ প্রিমিয়ার লিগে সিটিকে চ্যাম্পিয়ন হিসাবে ধরে নিয়েছেন। ইপিএলের শেষ ল্যাপে এসে বাকি দলগুলির থেকে অনেকটাই এগিয়ে পেপ গুয়ার্দিওলার শিষ্যরা। তবুও এই হারে অশনির সংকেত দেখছেন ফুটবল বিশেষজ্ঞরা।
শনিবার ঘরের মাঠে লিগ তালিকার অনেকটা নীচে থাকা দল লিডস ইউনাইটেডের মুখোমুখি হয়েছিলেন সিটিজেনরা। সেখানে দশজনের লিডসকে পেয়েও ২-১ গোলে হেরে মাঠ ছাড়ল আকাশী জার্সি। ম্যাচের ৪২ মিনিটে ডালাসের গোলে লিড নেয় লিডস। কিন্তু প্রথমার্ধের ইনজুরি টাইমে কুপার সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়ায় দশজনের দলে পরিণত হয় তারা।
মনে করা হয়েছিল, দ্বিতীয়ার্ধে দশজনের লিডসকে পেয়ে হয়তো গোলবন্যায় ভাসাবেন রহিম স্টার্লিং, গ্যাব্রিয়েল হেসুসরা। সেই মতো আক্রমণের ঝাঁঝও ছিল তীব্র। কিন্তু সমতায় ফিরতে সিটিকে অপেক্ষা করতে হল ৭৬ মিনিট পর্যন্ত। ফেরান তোরেসের গোলে শেষ পর্যন্ত লিডসের লকগেট খোলে ম্যান সিটি। এরপর ম্যাচের একেবারে শেষ মুহূর্তে প্রতি আক্রমণে আরও একটি গোল হজম করে সিটি। ইনজুরি টাইমের প্রথম মিনিটে ডালাস নিজের দ্বিতীয় গোল করে সিটিকে লজ্জার হার উপহার দেন।
এই হারের ফলে ৩২ ম্যাচ শেষে ৭৪ পয়েন্টেই থেকে গেল সিটি। দ্বিতীয় স্থানে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড খেলেছে ৩০টি ম্যাচ। রেড ডেভিলসের পয়েন্ট ৬০।

     

বিজ্ঞাপন

Goto Top