• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ধোনিদের হারিয়ে সমালোচনার জবাব দিতে মুখিয়ে নাইটরা

দলে একগুচ্ছ পরিবর্তনের সম্ভাবনা; কামিন্স, শাকিবের বদলে খেলতে পারেন নারিন, ফার্গুসন

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

জয় দিয়ে শুরু করেও টানা দুই ম্যাচে হার। এখন অনেকটাই ব্যাকফুটে কলকাতা নাইট রাইডার্স। বীপরিত মেরুতে দাঁড়িয়ে চেন্নাই সুপার কিংস। হার দিয়ে এবারের আইপিএল শুরু মাহিদের। তারপর দুরন্ত প্রত্যাবর্তন। টানা দুই ম্যাচ জিতে আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে সিএসকে শিবির।
জয়ের সরণিতে কি ফিরতে পারবেন নাইট যোদ্ধারা? নাকি হ্যাটট্রিক করবে চেন্নাই? উত্তর জানতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বুধ সন্ধ্যায় মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে এই দুই দল। আরব সাগরের তীর অপেক্ষা করছে আরও একটি হাড্ডাহাড্ডি লড়াইয়ের সাক্ষী থাকার জন্য।
বেশ কিছু ক্রিকেটারের পাশাপাশি ইয়ন মরগ্যানের অধিনায়কত্ব এখন আতস কাঁচের তলায়। টানা দুই ম্যাচ হেরে প্রথম একাদশ নির্বাচন নিয়ে ঘরে-বাইরে সমালোচনার ঝড় বয়ে চলেছে নাইটদের ওপর দিয়ে। এরকম অবস্থায় সেরা একাদশ মাঠে নামানোই প্রধান চ্যালেঞ্জ কেকেআর থিঙ্ক ট্যাঙ্কের কাছে।
এক নয়, দলে একাধিক পরিবর্তনের হাওয়া বইছে নাইট শিবিরে। নীতিশ রানা প্রথম দুই ম্যাচে দুরন্ত ব্যাটিং করলেও, গত ম্যাচে ব্যর্থ। চেন্নাইয়ের বিরুদ্ধে বড় রানের জন্য তাই রানার ব্যাটের দিকে তাকিয়ে থাকবেন নাইট ভক্তরা। অপর ওপেনার শুভমন গিল এখনও পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে নাইটদের প্রথম তিন ব্যাটসম্যান রানা, গিল এবং রাহুল ত্রিপাঠী দলের ব্যাটিং স্তম্ভের বড় ভরসা।
অধিনায়কত্বের পাশাপাশি ব্যাট হাতেও দলকে এখনও পর্যন্ত ভরসা জোগাতে ব্যর্থ মরগ্যান। পাশাপাশি নাইটদের প্রাক্তন অধিনায়ক দীনেশ কার্তিকের দলে গ্রহণযোগ্যতা নিয়ে বিভিন্ন মহল থেকে উঠছে প্রশ্ন। নিদাহাস ট্রফির নায়ক আইপিএলের গত মরশুম থেকেই ছন্দহীন। এই ম্যাচে সুনীল নারিনকে হয়তো প্রথমবার দেখতে পাওয়ার বড় সম্ভাবনা রয়েছে। সাকিব আল হাসান ব্যাট হাতে ব্যর্থ। বল হাতেও আহামরি কিছু করে দেখাননি। তাই হয়তো বাংলাদেশি অলরাউন্ডারের পরিবর্তেই নারিনকে খেলাবে কেকেআর।
সমালোচনার ঝড় বইছে আন্দ্রে রাসেলকে নিয়েও। অনেক প্রাক্তন ক্রিকেটার তো রাসেলকে সম্পূর্ণ ফিট বলেই মনে করেন না। তবে দ্বিতীয় ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে বল হাতে পাঁচ উইকেট নিয়েছিলেন ক্যারিবিয়ান তারকা। আরসিবির বিরুদ্ধে গত ম্যাচে তাঁর ব্যাট হাতে জ্বলে ওঠার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। ফলে রাসেলকে হয়তো আরও সময় দিতে চাইবে কেকেআরে টিম ম্যানেজমেন্ট।
নারিন দলে এলে বোলিং ডিপার্টমেন্ট আরও শক্তিশালী হবে বলেই ওয়াকিবহাল মহলের ধারণা। বোলিং লাইনাআপকে ছন্দে আনতে পরিবর্তন হবে এখানেও। অভিজ্ঞ হরভজন সিং পুরোপুরি ব্যর্থ। তাই ভাজ্জির ওপর হয়তো আর আস্থা রাখবেন না ব্রেন্ডন ম্যাককালামরা। পরিবর্তন হতে পারে পেস বিভাগেও। শিভম মাভি, কমলেশ নাগারকোটির মতো তরুণরা সুযোগ দিতে পারেন চেন্নাইয়ের বিরুদ্ধে। সেইসঙ্গে তিন ম্যাচেই ব্যর্থ প্যাট কামিন্সের বদলে গতবারের লকি ফার্গুসনকে এদিন দেখা যেতে পারে প্রথম একাদশে।
আইপিএলের ইতিহাসে প্রথমবার গত মরশুমে প্লে-অফে কোয়ালিফাই করতে পারেনি চেন্নাই সুপার কিংস। এবার তাই মরিয়া মহেন্দ্র সিং ধোনি অ্যান্ড কোং। তবে সিএসকে দলে বিরাট কোনও পরিবর্তন এবারও হয়নি। টানা দুই ম্যাচ জিতলেও, আহামরি পারফরম্যান্স দেখা যায়নি চেন্নাইয়ের থেকে। বিশেষ করে ব্যাটিং লাইনআপ। রায়না, রায়াড়ু, ধোনিদের মতো জাতীয় দলের ব্রাত্য বা প্রাক্তন ক্রিকেটারদের ওপর নির্ভর করছে তাদের ব্যাটিং লাইনআপ। সমীহ করার মতো বিশেষ পারফরম্যান্স এখনও পর্যন্ত দেখা যায়নি তাঁদের থেকে। তবে মইন আলি অলরাউন্ডার হিসাবে দারুণ পারফর্ম করছেন। ব্যাটিংয়রে তুলনায় অবশ্য বোলিং কিছুটা শক্তিশালী সিএসকের। দীপক চাহার, শার্দুল ঠাকুরের মতো পেসারের পাশাপাশি জাদেজা, মইনের স্পিনাস্ত্র বেগ দিতে পারে নাইট ব্যাটসম্যানদের।
প্রথম একাদশে ঠিক কতটা রদবদল হয় এবং তাতে দল ছন্দে ফিরতে পারে কিনা, নাইট সমর্থকদের কাছে এখন এটা লাখ টাকার প্রশ্ন। তবে যাই হোক না কেন, কলকাতার প্রিয় দলের জয়ে ফেরার আশায় কিন্তু বুক বাঁধছে তিলোত্তমার ক্রিকেটপ্রেমীরা মানুষেরা। মরগ্যান বাহিনী তাদের স্বপ্ন বাস্তবায়িত করতে পারেন কিনা, সেটাই এখন দেখার।

     

বিজ্ঞাপন

Goto Top