• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

করোনা আক্রান্ত ধোনির বাবা-মা

‘কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

অতিমারী করোনার কবলে এবার মহেন্দ্র সিং ধোনির বাবা এবং মা। পালস সুপারস্পেশালিটি হাসপাতালের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে।
হাসপাতালের পক্ষ থেকে বুধবার জানানো হয়েছে, ‍‘কোভিড পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসার পর ক্রিকেটার ধোনির বাবা-মা এখানে ভরতি হয়েছেন। তবে তাঁদের অক্সিজেন লেভেল এখন ঠিক আছে। এই ধোনি অবশ্য পরিবারের সঙ্গে নেই। আইপিএল খেলার জন্য মুম্বইয়ে রয়েছেন তিনি। বুধবারই কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে মাঠে নামবে মাহির চেন্নাই সুপার কিংস।
প্রসঙ্গত, করোনার বাড়বাড়ন্তের জন্য ঝাড়খন্ড সরকার মঙ্গলবার সাতদিনের লকডাউন ঘোষণা করেছে। ২২ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত সে রাজ্যে লকডাউন থাকবে।

     

বিজ্ঞাপন

Goto Top