ধোনিদের কাছে বিরাট হার আরসিবির।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কচারটি বল খেলা হয়ে গিয়েছে, তখনও রানের খাতা খুলতে পারেননি রবীন্দ্র জাদেজা। পঞ্চম বলে ওয়াশিংটন সুন্দরের স্পিনে হাত খুলতে গিয়ে ড্যানিয়েল ক্রিস্টিয়ানের হাতে ক্যাচ তুলে দেন বাঁহাতি অলরাউন্ডার। একেবারে সহজ ক্যাচ। কিন্তু সেই সুযোগ হেলায় হারান অজি তারকা।
ম্যাচ শেষে নিশ্চয় হাত কামড়াচ্ছেন ক্রিস্টিয়ান। কারণ, ম্যাচের বাকি অংশটুকু শুধুই জাদেজা-ময়। তবুও আফসোস একটা থেকেই যাচ্ছে, একটাও ক্যাচ ধরতে পারেননি জাড্ডু! বাকি সবই করেছেন। ম্যাচের সেরা ব্যাটসম্যান, সেরা বোলার এবং অবশ্যই সেরা ক্রিকেটার। সঙ্গে যোগ হয়েছে সরাসরি থ্রোতে একটি রান আউটও।
প্রথমে ব্যাট হাতে তাণ্ডবলীলা। বিধ্বংসী হওয়ার সংজ্ঞাটাই পালটে দিলেন তিনি। হর্ষল প্যাটেলের এক ওভারে উঠল ৩৭ রান! যার মধ্যে জাদেজার অবদান পাঁচটি ছক্কা, একটি চার এবং একটি দুই রান (নো বলের জন্য একটি অতিরিক্ত বল পেয়েছিলেন ওভারে)। ম্যাচ কার্যত এখানেই হেরে বসে আরসিবি। এখানেই শেষ নয়। বল হাতে চার ওভারে মাত্র ১৩ রানের বিনিময়ে তিনটি শিকার তাঁর ঝুলিতে। যার মধ্যে রয়েছে ফর্মে থাকা গ্লেন ম্যাক্সওয়েল এবং এবি ডি ভিলিয়ার্সের মতো ভয়ঙ্কর দুই ব্যাটসম্যানকে সোজা বোল্ড করে সাজঘরে ফেরানো।
রবিবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে বিরাট কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন মহেন্দ্র সিং ধোনি। ইনিংসের শেষ ওভারে জাদেজার বিস্ফোরক ব্যাটিংয়ের সৌজন্যে চার উইকেট খুইয়ে ১৯১ রান তোলে চেন্নাই সুপার কিংস। দুই ওপেনার রুতুরাজ গায়কোয়াড় (২৫ বলে ৩৩) এবং ফাফ ডু প্লেসি (৪১ বলে ৫০) শুরুটা ভালোই করেন। এরপর সুরেশ রায়না (১৮ বলে ২৪), অম্বাতি রায়াডু (৭ বলে ১৪) রানের গতি বজায় রাখলেও বেশিক্ষণ টিকতে পারেননি ক্রিজে।
তারপরই শুরু হয় জাড্ডু-ঝড়। মাত্র ২৮ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন স্যার জাদেজা। আরসিবির হয়ে হর্ষল প্রথম তিন ওভারে মাত্র ১৪ রানের বিনিময়ে তিনটি উইকেট তুলে নিয়েছিলেন। সেই হর্ষলকেই ক্লাবস্তরে নামিয়ে আনলেন জাদেজা। চার ওভারে ৫১ রান দিয়ে স্পেল শেষ করেন তিনি। অপর উইকেটটি যজুবেন্দ্র চাহালের।
জবাবে ভালো শুরু করেও জাদেজার বিষাক্ত স্পিনের ধরাশায়ী হয় আরসিবি। বিরাট কোহলি এদিন ব্যর্থ। তবে গত ম্যাচে শতরানকারী দেবদত্ত পাডিক্কাল ফের ঝড় তুলেছিলেন বাইশগজে। মাত্র ১৫ বলে ৩৪ রান করার পর তিনি ফিরতেই লড়াই প্রায় শেষ হয়ে যায় আরসিবির। ম্যাক্সওয়েল (১৫ বলে ২২) ভয়ঙ্কর হয়ে ওঠার আগেই তাঁকে ফেরান জাদেজা। তাও শেষ চার ওভার চাহাল এবং মহম্মদ সিরাজের ব্যাটে অলআউটের লজ্জা থেকে রক্ষা পায় বিরাটের দল। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১২২ রানে থামে আরসিবি।
জাদেজা ছাড়া চেন্নাইয়ের হয়ে ইমরান তাহির নেন দুই উইকেট। একটি করে উইকেট পান স্যাম কুরান এবং শার্দুল ঠাকুর। প্রথম চার ম্যাচে জয়ের পর চেন্নাই সুপার কিংসের কাছে এসে থামল বিরাটের অশ্বমেধের ঘোড়া। অপরদিকে, হার দিয়ে এবারের আইপিএল শুরু করেছিল মাহি ব্রিগেড। তারপর টানা চার ম্যাচ জিতে এখন তারা পয়েন্ট তালিকার শীর্ষে।