• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

আইপিএল থেকে সরে দাঁড়ালেন অশ্বিন

করোনা পরিস্থিতিতে পরিবারের পাশে থাকতে চান দিল্লি ক্যাপিটালসের অফস্পিনার

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে সম্ভবত চলতি আইপিএল-এর শেষ ম্যাচটি খেলে ফেললেন রবিচন্দ্রন অশ্বিন। বর্তমানে কোভিড মহামারী লাগামছাড়া ভাবে বেড়ে চলেছে। দৈনিক আক্রান্তের সংখ্যা ছাড়িয়ে গিয়েছে তিন লক্ষের গণ্ডি। মহামারীর ভয়াবহতা থেকে রেহাই পাননি অশ্বিনের পরিবারের সদস্যরাও।
বর্তমানে ভারতীয় দলের এই অফস্পিনারের পরিবারে অনেকেই কোভিড আক্রান্ত। এই কঠিন সময়ে পরিবারের পাশে দাঁড়াতেই নিজের সিদ্ধান্ত টুইটে জানিয়েছেন অশ্বিন। জনসচতেনতা বাড়াতে নিজের নাম বদলে টুইটারে তিনি নামের জায়গায় ব্যবহার করছেন, ‘স্টে হোম স্টে সেফ! টেক ইওর ভ্যাকসিন।’
টুইটে তিনি লিখেছেন, ‍‘আগামী কাল থেকে এই বছরের আইপিএল থেকে বিশ্রাম নিচ্ছি আমি। আমার পরিবার এবং একাধিক কাছের মানুষ এই মুহূর্তে করোনার বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন। এই কঠিন সময়ে আমি তাঁদের সাহায্য করতে চাই, পাশে থাকতে চাই। কোভিড পরিস্থিতির উন্নতি ঘটলে ফের খেলার মাঠে ফিরে আসব।’ তিনি ধন্যবাদ জানিয়েছেন দিল্লি ক্যাপিটালস কর্তৃপক্ষকেও।
অশ্বিনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে দিল্লির ফ্র্যাঞ্চাইজিটি। অশ্বিনের টুইটকে রিটুইট করে দিল্লি ক্যাপিটালসের পক্ষ থেকে তাঁর পরিবারের দ্রুত আরোগ্য কামনা করে লেখা হয়, ‍‘এই কঠিন পরিস্থিতিতে তোমার পাশে রয়েছি আমরা।’

     

বিজ্ঞাপন

Goto Top