• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

আইপিএল বন্ধের দাবি তুললেন শোয়েব

করোনা পরিস্থিতিতে প্রতিযোগিতা চালানো নিয়ে ক্ষুব্ধ রাওয়ালপিন্ডি এক্সপ্রেস

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

করোনা মহামারীর মধ্যেই চলছে আইপিএল। বর্তমান পরিস্থিতিতে এই মেগা টুর্নামেন্ট রমরমিয়ে চলা নিয়ে মুখ খুললেন পাকিস্তানের প্রাক্তন তারকা শোয়েব আখতার। রাওয়ালপিণ্ডি এক্সপ্রেসের স্পষ্ট বার্তা, এই অবস্থায় আইপিএল চালানোটা ঠিক হচ্ছে না। তিনি বার্তা দিয়েছেন তাঁর নিজের দেশের ক্রিকেট বোর্ডের উদ্দেশেও।
আগামী জুন মাস থেকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চালু হওয়ার কথা। পাকিস্তান ক্রিকেট বোর্ডের জন্য শোয়েবের বার্তা, বন্ধ থাকুক পিএসএল-ও। নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব বলেন, ‍‘এত বড় একটা অতিমারী চলছে। এর মধ্যে জুন মাসে পিএসএল শুরু করাই উচিত নয়। আইপিএল-এর জন্যেও এটা সঠিক সময় নয়। আইপিএল-এর অর্থ সাধারণ মানুষকে দিয়ে দিন। অক্সিজেন ট্যাঙ্ক কিনুন। তাতে জীবন বাঁচবে। ভারত এবং পাকিস্তান দু’দেশেই যাতে জীবন বাঁচে সেটাই আমরা চাই। অনেক ব্যথা এবং হতাশা নিয়ে কথাগুলো বলছি। মানুষের জীবন এই মুহূর্তে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার জন্য যদি খেলাধুলো স্থগিত রাখতে হয়, তাহলে সেটাই হোক।’
শোয়েবের আগে বর্তমান পরিস্থিতিতে আইপিএল নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্ট। টুইটে তিনি জনসাধারণের কাছে প্রশ্ন করেছিলেন, ‍এই পরিস্থিতিতে আইপিএল চলা উচিৎ কী না জানতে।

     

বিজ্ঞাপন

Goto Top