টি-২০ আন্তর্জাতিকে দ্রুততম ২০০০ রান
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কএকদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিরাট কোহলিকে শীর্ষস্থান থেকে সরানোর পর এবার টি-টোয়েন্টিতেও ভারত অধিনায়কের দখলে থাকা একটি রেকর্ড ভেঙে দিলেন বাবর আজম।
টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২০০০ রান করলেন বাবর। পাকিস্তানের অধিনায়ক ছাপিয়ে গেলেন কোহলিকে। বিরাট যেখানে ৫৬ ইনিংসে ২০০০ রান করেছিলেন, সেখানে বাবরের লাগল চার ইনিংস কম অর্থাৎ ৫২ ইনিংস। বাবরের থেকে দশ ইনিংস বেশি নিয়ে দু’হাজার রান করা অ্যারন ফিঞ্চ রয়েছেন তৃতীয় স্থানে। এমনিতে টি-টোয়েন্টি ক্রিকেটের ক্রমতালিকায় বাবর রয়েছেন দ্বিতীয় স্থানে। সেখানে বিরাটের অবস্থান পঞ্চম।