প্ল্যান বি তৈরি রাখছে আইসিসি
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কভয়ঙ্কর রূপ ধারণ করেছে দেশের করোনা পরিস্থিতি। সংক্রমণের সুনামিতে দেশ পরিণত হয়েছে মৃত্যুপুরীতে। গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৩ লক্ষ ২৩ হাজার ১৪৪ জন। প্রাণ হারিয়েছেন ২ হাজার ৭৭১ জন।
পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে। চলতি আইপিএলেও পড়েছেন কোভিডের কালো ছায়া। ফলে এই অবস্থায় আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন নিয়ে দেখা দিয়েছে ঘোড় সংশয়। চলতি বছর অক্টোবরের মাঝ বরাবর ভারতের মাটিতে আয়োজিত হওয়ার কথা রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। কিন্তু অতিমারীর দাপটে ইতিমধ্যেই বিকল্প ভাবনা-চিন্তা শুরু করে দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি।
এই প্রতিযোগিত হওয়ার কথা ছিল গতবছর অস্ট্রেলিয়ায়। কিন্তু মহামারীর চোখ রাঙানিতে তা পিছিয়ে যায়। পরিবর্ত সূচি অনুযায়ী, ২০২১ সালের অক্টোবর-নভেম্বরে ভারতের বিশ্বকাপ আয়োজন করবে বলে স্থির করে আইসিসি। তবে পরিস্থিতির অবনতির জন্য এখন শঙ্কার মুখে তাদের এই পরিকল্পনা। বাধ্য হয়ে প্ল্যান বি তৈরি করে রাখছে আইসিসি। সূত্রের খবর, সংযুক্ত আরব আমিরশাহিকে ব্যাকআপ ভেন্যু হিসাবে ঠিক করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। গতবছর এখানে সুষ্ঠু ভাবে আইপিএলে আয়োজিত হয়েছিল। এশিয়া কাপও হয়েছিল। তাছাড়া আইসিসির সদর দফতর যেহেতু দুবাইতে, তাই টুর্নামেন্ট আয়োজনে বাড়তি সুবিধাও পাবে আয়োজকরা।
এদিন আইসিসির অন্তবর্তীকালীন সিইও বলেন, ‘আমরা পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী এখনও এগিয়ে চলেছি। তবে পরিস্থিতির ওপর কড়া নজর রয়েছে আমাদের। প্ল্যান বিও তৈরি রয়েছে। কিন্তু এখনই সেসব নিয়ে ভাবছি না। বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগ রাখছি প্রতিনিয়ত। সময় বা পরিস্থিতি বিচার করে ব্যাক আপ প্ল্যান নিয়ে চিন্তা-ভাবনা করব আমরা।’
ভারতীয় বোর্ডে হাতে এখনও মাস ছয়েক সময় রয়েছে বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রে। এর মধ্যে যদি পরিস্থিতি স্বাভাবিক না হয়, তাহলে অন্য পথে হাঁটতে বাধ্য হবে আইসিসি। শোনা যাচ্ছে, আমিরশাহির পাশাপাশি শ্রীলঙ্কাতে বিশ্বকাপ আয়োজনের কথাও মাথায় থাকছে আইসিসি কর্তাদের। কারণ সে দেশে জনসংখ্যা কম এবং বিশ্বকাপের মতো ইভেন্ট আয়োজনের সমস্ত সুযোগ-সুবিধা রয়েছে। শেষ পর্যন্ত জল কোথায় গিয়ে দাঁড়ায়, সেটাই এখন দেখার।