• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

হাড্ডাহাড্ডি ম্যাচে এক রানে জিতে শেষ হাসি বিরাটের মুখে

দুরন্ত এবিডি, পাল্টা দিলেন হেটমেয়ার।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

দুরন্ত এবিডি, পাল্টা দিলেন হেটমেয়ার, হাড্ডাহাড্ডি ম্যাচে এক রানে জিতে শেষ হাসি বিরাটের মুখেমঙ্গলবারের লড়াইটা ছিল মূলত সিংহাসন দখলের। দিল্লি ক্যাপিটালস বা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যে দলই জিতবে, লিগ তালিকার শীর্ষে যাবে তারাই। অবশেষে রুদ্ধশ্বাস যুদ্ধে পন্থকে টেক্কা দিয়ে গেলেন বিরাট। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ১ রানে জয় ছিনিয়ে নিল আরসিবি।

এদিন টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক ঋষভ পন্থ। শুরু থেকে ম্যাচের রাশ বজায় রেখেছিলেন রাবাদা-অক্ষররা। কিন্তু মিস্টার ৩৬০ ডিগ্রির দাপটে সব পরিকল্পনা ভেস্তে যায় পন্থদের। আরসিবির দুই ওপেনার বিরাট কোহলি (১২) এবং দেবদত্ত পাডিক্কাল (১৭) এদিন বিশেষ সুবিধা করতে পারেননি। রজত পাতিদার (২২ বলে ৩১ রান), গ্লেন ম্যাক্সওয়েলরা (২০ বলে ২৫ রান) ক্রিজে সেট হয়ে গিয়েও উইকেট ছুড়ে দিয়ে আসেন।বাকি লড়াইটা চালিয়ে যান এবি ডিভিলিয়ার্স। একা কুম্ভের মতো লড়ে বড় রানের ইমারত গড়েন প্রোটিয়া তারকা। মাত্র ৪২ বলের মোকাবিলা করে ৭৫ রানে অপরাজিত থাকেন এবিডি। পাঁচটি ছয়ের পাশাপাশি তাঁর ইনিংস সাজানো তিনটি বাউন্ডারি দিয়ে। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট খুইয়ে ১৭১ তোলে আরসিবি। দিল্লির হয়ে ইশান্ত শর্মা, কাগিসো রাবাদা, আভেশ খান, অমিত মিশ্র এবং অক্ষর প্যাটেল।

এবিডির ঝড়ের পর আমেদাবাদে ওঠে ‍‘মরুঝড়’। ক্যাপিটালসরা ব্যাটিংয়ে নামার আগে ঝুলোর ঝড়ে ঢেকে যায় আমেদাবাদের নবনির্মিত স্টেডিয়াম। স্বাভাবিকভাবেই কিছুক্ষণ দেরিতে শুরু হয় দিল্লির ইনিংস। তবে ঝড় এখানেই শেষ নয়। ইনিংসের শেষেও ওঠে। ব্যাট হাতে শিমরন হেটমেয়ারের ঝড়।

ক্যাপিটালসের শুরুটাও বিশেষ ভালো হয়নি। শিখর ধাওয়ান (৬) এবং স্টিভ স্মিথ (৪) দ্রুত প্যাভিলিয়নে ফেরায় চাপে পড়ে যায় দিল্লি শিবির। খুব বেশিক্ষণ টিকে থাকতে পারেননি পৃথ্বী শ-ও। ডানহাতি ওপেনারের অবদান ১৮ বলে ২১ রান। এরপর মার্কাস স্টোইনিসকে নিয়ে ইনিংস টানতে থাকেন পন্থ। ১৭ বলে ২২ করে ফেরেন স্টোইনিস।এরপরই ওঠে হেটমেয়ার ঝড়। মাত্র ২৩ বলে অর্ধশতরান পূরণ করে দিল্লিকে জয়ের স্বপ্ন দেখান এই ক্যারিবিয়ান। তবে শেষ হাসি হাসা হয়নি তাঁর। ২৫ বলে ৫৩ রান করে অপরাজিত থেকে ট্র্যাজিক নায়ক বনে যান হেটমেয়ার। ৪৮ বলে অপরাজিত থাকেন পন্থ। আরসিবি শেষ ওভারে মহম্মদ সিরাজের হাতে বল তুলে দিয়েছিল। দিল্লির প্রয়োজন ছিল ১৪ রান। পন্থ সেই ওভারে ১২ রান তুলতে সক্ষম হয়। ৪ উইকেট খুইয়ে ১৭০ গিয়ে থামে দিল্লির ইনিংস।

     

বিজ্ঞাপন

Goto Top