করোনা পরিস্থিতি এবং জৈব সুরক্ষা বলয়ের চোখরাঙানি সহ্য করতে না পেরে।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কদেশে করোনা পরিস্থিতি এবং জৈব সুরক্ষা বলয়ের চোখরাঙানি সহ্য করতে না পেরে চলতি আইপিএলকে ইতিমধ্যেই বিদায় জানিয়েছেন একাধিক ক্রিকেটার। অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসনদের মতো বিদেশি ক্রিকেটারদের পাশাপাশি রবিচন্দ্রন অশ্বিনের মতো ভারতীয় তারকাও পরিবারের পাশে দাঁড়াতে মাঝপথেই সরে দাঁড়িয়েছেন ক্রোড়পতি লিগ থেকে। এবার সেই তালিকায় নাম লেখালেন দুই আম্পারায়ও।
ব্যক্তিগত কারণ দেখিয়ে চলতি আইপিএল থেকে সরে গেলেন আম্পায়ার নীতিন মেনন ও পল রেইফেল। ইন্দোরের বাসিন্দা নীতিনের মা এবং স্ত্রী করোনায় আক্রান্ত। এই অবস্থায় পরিবারের পাশে দাঁড়াতেই আইপিএলের জৈব সুরক্ষা বলয় থেকে বেরিয়ে গিয়েছেন তিনি।
সাম্প্রতিককালে প্রশংসা কুড়ানো মেনন বর্তমানে একমাত্র ভারতীয় হিসেবে আইসিসির এলিট প্যানেলের আম্পায়ার হিসেবে কাজ করছেন। তিনি ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে আম্পায়ার ছিলেন।
এই ব্যাপারে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ, নীতিনের পরিবারের সদস্যরা করোনা আক্রান্ত হওয়ায় তিনি চলে গিয়েছেন। এই পরিস্থিতিতে ম্যাচ পরিচালনার জন্য মানসিকভাবে প্রস্তুত নন তিনি।’
এদিকে অস্ট্রেলিয়ার আম্পায়ার রেইফেলও আইপিএল ছেড়ে চলে গেলেন। আগামী ১৫ মে পর্যন্ত ভারতের সঙ্গে বিমান পরিসেবা স্থগিত রেখেছে অজি সরকার। ফলে প্রাক্তন অজি পেসার ও বর্তমানে আইসিসি এলিট প্যানেলের আম্পায়ার রেইফেল বিপদ আঁচ করতে পেরে দেশে ফিরে গিয়েছেন।
ভারতে করোনার সংক্রমণ ভয়াবহ হারে বেড়ে চলছে। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। এর আগে তিন অস্ট্রেলিয়ান ক্রিকেটার অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন, অ্যান্ড্রু টাই এবারের মতো বিদায় জানিয়েছেন আইপিএলকে। জৈব-সুরক্ষা বলয়ে অবসাদে ভোগা ইংলিশ ক্রিকেটার লিয়াম লিভিংস্টোনও দেশে ফিরে গিয়েছেন।