• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

করোনার জেরে স্থগিত আইপিএল ২০২১

আক্রান্ত ঋদ্ধিমান সাহাও

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

কলকাতা নাইট রাইডার্সের দুই ক্রিকেটারের কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছিল। তার জেরে সোমাবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তাদের আইপিএল ম্যাচ স্থগিত রেখেছিল বিসিসিআই। আর মঙ্গলবার স্থগিত করে দেওয়া হল এবছরের প্রতিযোগিতাই। এদিন করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে সানরাইজার্স হায়দরাবাদ এবং বাংলার উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহারও।

এদিন বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, "জরুরি সভায় সর্বসম্মতভাবে এবছরের আইপিএল পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ এবং আইপিএলের সঙ্গে জড়িত অন্যান্যদের স্বাস্থ্য সংক্রান্ত সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত। এক্ষেত্রে কোনওরকম আপোষ করতে নারাজ বিসিসিআই। এই কঠিন সময়ে সকলেরই প্রয়োজন পরিবারের পাশে থাকার। সকলে যাতে নির্বিঘ্নে এবং নিরাপদে নিজেদের পরিবারের কাছে ফিরতে পারেন তা নিশ্চিত করতে যাবতীয় চেষ্টা করবে বোর্ড।"

উল্লেখ্য, এবারের আইপিএলে গ্রুপ পর্যায়ের অর্ধেক ম্যাচ খেলা হয়ে গিয়েছিল। বাকি ম্যাচগুলি কোন সময়ে অনুষ্ঠিত হবে তা এখনই জানায়নি সৌরভ গঙ্গোপাধ্যায় অ্যান্ড কোং।

     

বিজ্ঞাপন

Goto Top