• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

সুরক্ষা নিয়ে কোনওরকম সমঝোতা করবেন না জয় শাহ

বিসিসিআই এবং আইপিএলের গভর্নিং কাউন্সিল যৌথ ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

বহু বিতর্ক, সমালোচনার মুখে পরে অবশেষে মাঝপথেই থমকে গেল আইপিএল নামক রথের চাকা। সোম এবং মঙ্গলবার, পরপর দু’দিন স্থগিত হয়ে যায় ম্যাচ। প্রথমে কেকেআর শিবিরের দুই ক্রিকেটার কোভিডে আক্রান্ত হন। যার জেরে সোমবার স্থগিত হয়ে গিয়েছিল বিরাট কোহলির আরসিবির বিরুদ্ধে নাইটদের ম্যাচ।
ঘটনার পুনরাবৃত্তি দেখা যায় মঙ্গলবার। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামার আগে সানরাইজার্স হায়দরাবাদের উইকেটকিপার-ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহার অতিমারি করোনাতে আক্রান্ত হওয়ার খবর আসে। স্বাভাবিক ভাবেই এদিনের ম্যাচটিও স্থগিত হয়ে যায়। এর কিছুক্ষণ পরেই ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানায়, করোনার ভয়াবহতার জন্য আপাতত স্থগিত রাখা হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ।
১৪তম আইপিএল অর্ধেক রাস্তায় এসে বন্ধ হয়ে যাওয়ার পর বিসিসিআই সচিব জয় শাহ পরিষ্কার বার্তা দেন, মানুষের সুরক্ষা নিয়ে কোনও আপস করবে না বোর্ড। তিনি বলেন, ‍‘বিসিসিআই এবং আইপিএলের গভর্নিং কাউন্সিল যৌথ ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে যে, আপাতত পরবর্তী ঘোষণার আগে পর্যন্ত স্থগিত রাখা হচ্ছে এবারের আইপিএল। ক্রিকেটার, আধিকারি, মাঠ কর্মী, ম্যাচ অফিসিয়াল এবং সেই সব প্রত্যেকটি মানুষ যাঁরা এই সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদের সুরক্ষা নিয়ে কোনও সমঝোতা করব না।’
এবারের আইপিএলে এখনও পর্যন্ত ২৯টি ম্যাচে মাঠে বল গড়িয়েছে। একমাত্র দিল্লি ক্যাপিটালস এবং পঞ্জাব কিংস আটটি করে ম্যাচ খেলেছে। বাকি ছটি দলেরই সাতটি করে ম্যাচ খেলা হয়েছে। অর্থাৎ লম্বা ট্র্যাকে সবেমাত্র অর্ধেক ল্যাপ পূরণ করার পরই আইপিএলকে ক্লিন বোল্ড করে প্যাভিলিয়নে পাঠিয়ে দিল মারণ করোনা ভাইরাস।

     

বিজ্ঞাপন

Goto Top