• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

অনিশ্চয়তায় দিন্দার রঞ্জি কেরিয়ার

ঘোর অনিশ্চয়তায় অশোক দিন্দার রঞ্জি কেরিয়ার। অন্তত বাংলার হয়ে মাঠে ফেরার রাস্তা কঠিন দেখাচ্ছে টিম ইন্ডিয়ার হয়ে ১৮টি ওয়ান ডে ও ৯টি আন্তর্জাতিক টি-২০ খেলা তারকা পেসারের।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

ঘোর অনিশ্চয়তায় অশোক দিন্দার রঞ্জি কেরিয়ার। অন্তত বাংলার হয়ে মাঠে ফেরার রাস্তা কঠিন দেখাচ্ছে টিম ইন্ডিয়ার হয়ে ১৮টি ওয়ান ডে ও ৯টি আন্তর্জাতিক টি-২০ খেলা তারকা পেসারের।

বল হাতে দিন্দার ধারাবাহিকতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা নেই। তবে মাঠের বাইরে তাঁর আচরণ নিয়ে বিতর্ক দীর্ঘদিনের। একাধিকবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। তাঁকে বেশ কয়েকবার সতর্ক করা হয় টিম ম্যানেজমেন্ট তথা বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশনের তরফে। পরিবর্তনের লক্ষণ না দেখে শেষমেশ দিন্দাকে দল থেকে ছেঁটে ফেলার সিদ্ধান্ত নেয় সিএবি।

গত সৈয়দ মুস্তাক আলি টি-২০ ট্রাফির বাংলা দলে জায়গা হয়নি দিন্দার। অভিজ্ঞ পেসারকে ছাড়াই মুস্তাক আলি ট্রফিতে মাঠে নামে বাংলা। বাদ পড়া নিয়ে তর্জন গর্জন করতে শোনা যায় দিন্দাকে। এমনকি বাংলা ছাড়ার হুমকিও দেন তিনি। তবে রঞ্জি ট্রফির দলে তাঁকে ফিরিয়ে নেওয়া হয় বুঝিয়ে সুঝিয়ে। কেরলের বিরুদ্ধে রঞ্জির প্রথম ম্যাচে যথারীতি মাঠে নামেন দিন্দা। তবে সমস্যা দেখা দেয় দ্বিতীয় ম্যাচের ঠিক আগেই।

ইডেনে অন্ধ্রপ্রদেশে বিরুদ্ধে রঞ্জি ম্যাচের আগের দিন বোলিং কোচ রণদেব বসুর সঙ্গে তর্কে জড়ান দিন্দা। নিঃশর্ত ক্ষমা চাইতে বলা হলে অভিজ্ঞ পেসার তা অস্বীকার করেন। ফলে রীতিমতো নতুন করে দল ঘোষণা করে অন্ধ্র ম্যাচের বাংলা স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় দিন্দাকে। ম্যাচে দিন্দার অভাব অল্প-বিস্তর টেরও পায় বাংলা দল। তা সত্ত্বেও শৃঙ্খলাজনীত কারণে নিজেদের অবস্থান থেকে এক পাও না সরার সিদ্ধান্ত নেয় বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশন।

ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে বাংলা নির্বাচকরা গুজরাতের বিরুদ্ধে রঞ্জি ম্যাচের জন্য ঘোষিত বাংলার স্কোয়াড থেকে দূরে সরিয়ে রাখেন দিন্দাকে। সুতরাং আরও একটি রঞ্জি ম্যাচে বাদের তালিকায় পড়তে হয় তারকা পেসারকে।

দিন্দার বাদ পড়া ছাড়াও গুজরাতের বিরুদ্ধে বাংলা দলে দেখা যাবে না সহ-অধিনায়ক সুদীপ চট্টোপাধ্যায়কে। সুদীপের ব্যাটে দীর্ঘদিন বড় রানের দেখা নেই। তাঁর অফ-ফর্ম কাটার লক্ষণ না দেখেই বাংলার রঞ্জি দল থেকে বাদ দেওয়া হয় সুদীপকে। পরিবর্তে জায়গা করে দেওয়া হয় বাঁ-হাতি ব্যাটসম্যান কাজি জুনায়েদ সফিকে। এখনও পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে হাতেখড়ি হয়নি সফির।

গুজরাত ম্যাচের জন্য ঘোষিত বাংলা দল: অভিমন্যু ইশ্বরন (ক্যাপ্টেন), অভিষেক রামন, মনোজ তিওয়ারি, অনুষ্টুপ মজুমদার, শ্রীবৎস গোস্বামী, অর্ণব নন্দী, ঋত্বিক রায়চৌধুরী, ইশান পোড়েল, শাহবাজ আহমেদ, সুদীপ ঘরামি, আকাশ দীপ, মুকেশ কুমার, কৌশিক ঘোষ, বি অমিত, অয়ন ভট্টাচার্য ও কাজি জুনায়েদ সফি।

     

বিজ্ঞাপন

Goto Top