• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

মায়ের পর এবার এই ভারতীয় ক্রিকেটারের বোনকেও কেড়ে নিল করোনা

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

মাত্র সপ্তাহ দুয়েক আগের ঘটনা। মর্মান্তিক খবরটি টুইট করে জানিয়েছিলেন ভারতীয় মহিলা ক্রিকেট তারকা নিজেই। টুইটে বোনের জন্য প্রার্থনা করেছিলেন তিনি। কিন্তু শেষ রক্ষা হল না। দুই সপ্তাহের মধ্যে মা ও বোনকে হারিয়ে শোকে মূহ্যমান ভেদা কৃষ্ণমূর্তি।
এপ্রিলে করোনা আক্রান্ত হন কৃষ্ণমূর্তির বোন ভাটসালা শিবকুমার। বৃহস্পতিবার তাঁর জীবন কেড়ে নেয় মারণ ভাইরাস করোনা। মায়ের মৃত্যুর পর গত ২৪ এপ্রিল ভারতের মহিলা ক্রিকেটার ভেদা টুইট করেন, ‍‘মায়ের মৃত্যুর পর একাধিক মানুষের বার্তা পেয়েছি। মাকে ছাড়া এই সংসার শূন্য। বোনের জন্য এখন প্রার্থনা করছি। আমার করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। আমার মতো অবস্থায় যাঁরা রয়েছেন তাঁদের জন্য প্রার্থনা জানাই।’
দেশের হয়ে ৪৮টি ওডিআই এবং ৭৬টি টি-টোয়েন্টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন ২৮ বছর বয়সী ভেদা। ২০১১ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক হয় তাঁর। এরপর থেকে আর পিছন ফিরে তাকাতে হয়নি কৃষ্ণমূর্তিকে। ২০১৭ সালে মহিলাদের বিশ্বকাপের ফাইনালে অন্যতম সেরা পারফর্মার ছিলেন ডানহাতি ব্যাটসম্যান।

     

বিজ্ঞাপন

Goto Top