১৮ই জুন থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কবিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দেখতে উপস্থিত থাকবেন বিসিসিআই-র প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ । আগামী ১৮ই জুন থেকে শুরু হতে চলেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল । মুখোমুখি টেস্টের দুই যুযুধান দল ভারত ও নিউজিল্যান্ড । দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে জয়লাভ করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠে ভারতীয় দল । ইংল্যান্ডের লর্ডসে ম্যাচটি হওয়ার কথা থাকলেও পরে তা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সাউদাম্পটনে । সেই মাঠেই উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্যায় ও জয় শাহ । ইতিমধ্যেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এবং ইংল্যান্ড সফরের জন্য ১৮ জনের ভারতীয় দল ঘোষণা করা হয়েছে । সেই দলে জায়গা হয়নি পৃথ্বী শ, হার্দিক পান্ডিয়া ও ভুবনেশ্বর কুমার । তবে চোট সারিয়ে দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা ।
সূত্র মারফত জানা যাচ্ছে সাউদাম্পটনে উপস্থিত থাকবেন বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও সচিব জয় শাহ । সেখানেই আইপিএলের বাকি ম্যাচগুলির আয়োজনের জন্য ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে কথা বলবেন তারা । আলোচনা হতে পারে বিসিসিআই ও ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের সাথে । ইতিমধ্যেই ভারতের কোভিড পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে । করোনার মারণ কোপ পড়েছিল আইপিএলেও । যার ফলস্বরূপ আইপিএল স্থগিত করার ঘোষণা করে বিসিসিআই । ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক কেভিন পিটারসেনও নিজের দেশে আইপিএল-র পক্ষে ছিলেন।