• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

শেষ রক্ষা হল না, বিফলে গেল চেতনের আপ্রাণ প্রয়াস

চলে গেলেন চেতনের বাবা কাঞ্জিভাই সাকারিয়া।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

শেষ রক্ষা হল না। বাইশগজের যুদ্ধে কঠিন লড়াই করে নিজের জায়গা পোক্ত করেছিলেন চেতন সাকারিয়া। আইপিএল অভিষেকে হতাশ করেননি নিজের ফ্র্যাঞ্চাইজিকে। আইপিএলে প্রাপ্ত টাকা দিয়েই চিকিৎসা করাচ্ছিলেন বাবার। কিন্তু জীবনযুদ্ধে জেতা হল না তাঁর। কোভিডে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেলেন চেতনের বাবা কাঞ্জিভাই সাকারিয়া। টুইট করে খবরটি নিশ্চিত করেছেন রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ।
প্রথমবার আইপিএলে সুযোগ পেয়েছিলেন তরুণ পেসার চেতন। মাঝপথে আইপিএল বন্ধ হয়ে যাওয়ার পর সোজা হাসপাতালে চলে যান বাবার পাশে থাকতে। কিন্তু বাবাকে সুস্থ করে বাড়ি ফেরানোর কাজে শেষ পর্যন্ত সফল হতে পারলেন না তরুণ পেসার।
রবিবার টুইটে রাজস্থান ফ্র্যাঞ্চাইজির থেকে জানানো হয়েছে, ‍‘আজ সকালে কাঞ্জিভাই সাকারিয়া কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে হেরে গিয়েছেন। এই খবরে আমরা প্রত্যেকে ব্যথিত। এই কঠিন সময়ে চেতনের সঙ্গে যোগাযোগ করে তাঁকে সবরকম সাহায্যের জন্য প্রস্তুত আমরা।’

     

বিজ্ঞাপন

Goto Top