• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

মাসের সেরা ক্রিকেটার বাবর

প্রথম তিন মাস ছিল ভারতীয় ক্রিকেটারদের দাপট।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

জানুয়ারি থেকে প্রতি মাসের সেরা ক্রিকেটারকে পুরস্কৃত করছে আইসিসি। প্রথম তিন মাস ছিল ভারতীয় ক্রিকেটারদের দাপট। ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন এবং ভুবনেশ্বর কুমার জিতে নিয়েছিলেন প্রথম তিন মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার।

এবার এই সম্মান গেল পাকিস্তানের ব্যাটসম্যান বাবর আজমের ঝুলিতে। মহিলাদের ক্রিকেটে মাসের সেরা নির্বাচিত হয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা হিলি।

     

বিজ্ঞাপন

Goto Top