স্থগিত হয়ে যাওয়া আইপিএল শেষ করার জন্য সবরকমের চেষ্টা চালাচ্ছে বিসিসিআই।
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ককবে হবে স্থগিত হয়ে যাওয়া আইপিএলের বাকি ম্যাচ! উত্তর নেই কারোর কাছে। সংযুক্ত আরব আমিরশাহী বা ইংল্যান্ডে হওয়ার কথা থাকলেও তা আদৌ বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড স্থগিত হয়ে যাওয়া আইপিএল শেষ করার জন্য সবরকমের চেষ্টা চালাচ্ছে। যদিও এখনও পর্যন্ত কোনও সমাধানসূত্র চোখে পড়েনি বোর্ড কর্তাদের।গত সপ্তাহেই খবর সামনে আসে, বিসিসিআই ইসিবির কাছে অনুরোধ জানিয়েছে ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজের সূচি এক সপ্তাহের জন্য এগিয়ে নিয়ে আসার। যদিও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে, বিসিসিআইয়ের তরফে সরকারিভাবে এমন কোনও প্রস্তাব দেওয়া হয়নি।যদিও ভারতীয় বোর্ড সূত্রেই খবর, বেসরকারিভাবেই দুই বোর্ডের মধ্যে এই নিয়ে আলোচনা হয়েছে, যাতে ইতিবাচক ফলাফল মেলেনি।বিষয়টি নিয়ে অবগত এক বোর্ড কর্তা সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, ‘টেস্ট সিরিজের সূচি বদলানোর জন্য বিসিসিআইয়ের প্রস্তাব মেনে নেওয়ার কোনও সুযোগ নেই ইসিবির কাছে। যেহেতু তারা মৌখিকভাবেই নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে, তাই সরকারিভাবে প্রস্তাব দেওয়ার কোনও যুক্তি নেই।' তিনি আরও বলেন, ‘২৪ জুলাই থেকে ২১ অগস্ত পর্যন্ত ইসিবির উদ্বোধনী দ্য হান্ড্রেড টুর্নামেন্ট রয়েছে। তাদের সম্প্রচার চুক্তি ও অন্যান্য বিষয় ইতিমধ্যেই স্থির হয়ে গিয়েছে। সুতরাং সূচি বদলের কোনও সম্ভাবনাই নেই।’সেক্ষেত্রে যদি ইসিবি বেঁকে বসে তাহলে বিকল্প পথে হাঁটতে হবে বিসিসিআই কর্তাদের। কারণ আইপিএল শেষ না করতে পারলে বিপুল পরিমাণ অর্থ হাতছাড়া করবে বোর্ড। সেই কারণে যে কোন একটি উইন্ডো বের করে আইপিএলের বাকি ৩১ টি ম্যাচ শেষ করতে মরিয়া সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট বোর্ড।