ব্যাট হাতে বাইশগজে যতটা স্টাইলিস্ট, ঠিক ততটাই মাঠের বাইরের ব্যক্তিগত জীবনে৷ ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলির স্টাইল স্টেটমেন্ট মুহূর্তে ট্রেন্ড হয়ে যায় যুবসমাজে৷ চুলের ছাঁটে মহেন্দ্র সিং ধোনি বরাবর তাক লাগিয়ে এসেছেন সমর্থকদের৷ এবার কোহলি হাঁটলেন সেই পথে৷ নতুন বছরে বিরাট অনুরাগীদের উপহার দিতে চলেছেন নতুন হেয়ার স্টাইল৷
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক
ব্যাট হাতে বাইশগজে যতটা স্টাইলিস্ট, ঠিক ততটাই মাঠের বাইরের ব্যক্তিগত জীবনে৷ ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলির স্টাইল স্টেটমেন্ট মুহূর্তে ট্রেন্ড হয়ে যায় যুবসমাজে৷ চুলের ছাঁটে মহেন্দ্র সিং ধোনি বরাবর তাক লাগিয়ে এসেছেন সমর্থকদের৷ এবার কোহলি হাঁটলেন সেই পথে৷ নতুন বছরে বিরাট অনুরাগীদের উপহার দিতে চলেছেন নতুন হেয়ার স্টাইল৷
নর্ববর্ষের উৎসব শেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের আবহে ঢুকে পড়ার আগে ভারত অধিনায়ক শরণাপন্ন হন বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের৷ পুরনো হেয়ার স্টাইল বদলে ফেলে কোহলি আত্মপ্রকাশ করেন টপ কাটে৷ কোহলির টপ কাট হেটার স্টাইলের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন আলিম হাকিম৷ ক্যাপশনে লেখেন, ‘নিউ ইয়ার…নিউ কাট…দ্য কিং৷’
বলাবাহুল্য, নতুন হেয়ার স্টাইলে কোহলির লুক বদলে গিয়েছে৷ নতুন লুকেই নতুন বছর শুরু করতে চলেছেন ভারত অধিনায়ক৷ উল্লেখ্য, স্ত্রী অনুষ্কাকে নিয়ে বিরাট কোহলি সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপন করেন৷ সেখান থেকেই এক ছোট্ট ভিডিওবার্তায় অনুষ্কা ও বিরাট অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানান৷ অনুষ্কা বলেন, ‘আশা করি ২০১৯ আপনাদের ভালোই কেটেছে। কিন্তু ২০২০ আরও ভালো কাটুক। আমাদের দু’জনের তরফ থেকে আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা।’ পরে অনুষ্কার সুরে সুর মেলান বিরাটও।