• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

নতুন হেয়ার স্টাইলে তাক লাগাতে চলেছেন বিরাট

ব্যাট হাতে বাইশগজে যতটা স্টাইলিস্ট, ঠিক ততটাই মাঠের বাইরের ব্যক্তিগত জীবনে৷ ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলির স্টাইল স্টেটমেন্ট মুহূর্তে ট্রেন্ড হয়ে যায় যুবসমাজে৷ চুলের ছাঁটে মহেন্দ্র সিং ধোনি বরাবর তাক লাগিয়ে এসেছেন সমর্থকদের৷ এবার কোহলি হাঁটলেন সেই পথে৷ নতুন বছরে বিরাট অনুরাগীদের উপহার দিতে চলেছেন নতুন হেয়ার স্টাইল৷

 

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

ব্যাট হাতে বাইশগজে যতটা স্টাইলিস্ট, ঠিক ততটাই মাঠের বাইরের ব্যক্তিগত জীবনে৷ ভারতীয় ক্রিকেটারদের মধ্যে বিরাট কোহলির স্টাইল স্টেটমেন্ট মুহূর্তে ট্রেন্ড হয়ে যায় যুবসমাজে৷ চুলের ছাঁটে মহেন্দ্র সিং ধোনি বরাবর তাক লাগিয়ে এসেছেন সমর্থকদের৷ এবার কোহলি হাঁটলেন সেই পথে৷ নতুন বছরে বিরাট অনুরাগীদের উপহার দিতে চলেছেন নতুন হেয়ার স্টাইল৷

নর্ববর্ষের উৎসব শেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের আবহে ঢুকে পড়ার আগে ভারত অধিনায়ক শরণাপন্ন হন বিখ্যাত হেয়ার স্টাইলিস্ট আলিম হাকিমের৷ পুরনো হেয়ার স্টাইল বদলে ফেলে কোহলি আত্মপ্রকাশ করেন টপ কাটে৷ কোহলির টপ কাট হেটার স্টাইলের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন আলিম হাকিম৷ ক্যাপশনে লেখেন, ‘নিউ ইয়ার…নিউ কাট…দ্য কিং৷’

বলাবাহুল্য, নতুন হেয়ার স্টাইলে কোহলির লুক বদলে গিয়েছে৷ নতুন লুকেই নতুন বছর শুরু করতে চলেছেন ভারত অধিনায়ক৷ উল্লেখ্য, স্ত্রী অনুষ্কাকে নিয়ে বিরাট কোহলি সুইজারল্যান্ডে নববর্ষ উদযাপন করেন৷ সেখান থেকেই এক ছোট্ট ভিডিওবার্তায় অনুষ্কা ও বিরাট অনুরাগীদের নববর্ষের শুভেচ্ছা জানান৷ অনুষ্কা বলেন, ‘আশা করি ২০১৯ আপনাদের ভালোই কেটেছে। কিন্তু ২০২০ আরও ভালো কাটুক। আমাদের দু’জনের তরফ থেকে আপনাদের সকলকে নতুন বছরের শুভেচ্ছা।’ পরে অনুষ্কার সুরে সুর মেলান বিরাটও।

     

বিজ্ঞাপন

Goto Top