• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

টি-২০ বিশ্বকাপ ভারতে হবে না, বলছেন এহসান মানি

দাবি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যানের।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

করোনা ভাইরাসে বিপর্যস্ত ভারত। এর প্রভাবে দেশটিতে প্রতিদিন হাজার হাজার মানুষ মারা যাচ্ছে।

যার কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেটের ১৪তম আসরের বাকি অংশ আরব আমিরাতে করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

এছাড়া চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে সিদ্ধান্তের জন্য আইসিসির কাছে আরও সময় চেয়েছে তারা।

তবে এর আগেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান এহসান মানি জানালেন, এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে হবে না। আইপিএলের মতোই আরব আমিরাতে সরিয়ে নেয়া হবে ২০ ওভারের এই বিশ্বকাপ। এর পেছনে কারণ হিসেবে সেপ্টেম্বর-অক্টোবরের বৃষ্টির কথা উল্লেখ করেছেন এহসান মানি।

এ ব্যাপারে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ডট কমে পিসিবি চেয়ারম্যান বলেছেন, ‘আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ, যেটা ভারতে হওয়ার কথা ছিল, সেটা এখন আরব আমিরাতে চলে যাচ্ছে। আইপিএলের বাকি ম্যাচগুলোও তো আরব আমিরাতে নিতে বাধ্য হয়েছে ভারত। ’

 

 

     

বিজ্ঞাপন

Goto Top