• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ভারত-পাক সিরিজ শুরুর স্বপ্ন দেখছেন লতিফ

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ফের ভারত-পাকিস্তান দ্বি-পাক্ষিক সিরিজ শুরুর স্বপ্ন দেখছেন প্রাক্তন পাক অধিনায়ক রশিদ লতিফ৷

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের হাত ধরে ফের ভারত-পাকিস্তান দ্বি-পাক্ষিক সিরিজ শুরুর স্বপ্ন দেখছেন প্রাক্তন পাক অধিনায়ক রশিদ লতিফ৷

২০০৪-এ তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর উদ্যোগে সৌরভের নেতৃত্বে পাকিস্তানের মাটিতে দ্বি-পাক্ষিক সিরিজ খেলেছিল ভারত৷ সেবার টেস্ট সিরিজ জেতার পাশাপাশি পাকিস্তানের মন জয় করে ফিরেছিল টিম ইন্ডিয়া৷ তারপর একবার মাত্র পাকিস্তান সফরে গিয়েছিল ভারত৷ ২০০৫-০৬ মরশুমে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ভারত পাকিস্তানে টেস্ট সিরিজ খেলতে গেলেও সিরিজ হেরেছিল দ্রাবিড়ের ভারত৷

গত অক্টোবরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্টের চেয়ারে বসেছেন সৌরভ৷ এবার সৌরভের হাত ধরেই ফের ভারত-পাক দ্বি-পাক্ষিক সিরিজ শুরুর স্বপ্ন দেখছে পাকিস্তান৷ লতিফ বলেন, ‘২০০৪-এ যখন বিসিসিআই পাকিস্তান সফর করতে রাজি হয়নি, তখন সৌরভ বিসিসিআই ও প্লেয়ারদের বিরুদ্ধে পাক সফরে রাজি করিয়েছিল৷ এটা ভারতের স্মরণীয় পাক সফর ছিল৷ দুর্দান্ত লড়াইয়ের পর ভারত সিরিজ জিতেছিল৷’

সৌরভই পারবে ফের ভারত-পাকিস্তান দ্বি-পাক্ষিক সিরিজ শুরু করতে৷ এমনটাই মনে করেন প্রাক্তন পাক অধিনায়ক৷ ‘দ্য নেশন’-কে লতিফ জানিয়েছেন, ক্রিকেটার এবং বিসিসিআই প্রেসিডেন্ট হিসেবে সৌরভ পিসিবি ও এহসান মানিকে সাহায্য করতে পারে৷’ ভারত-পাকিস্তান দ্বি-পাক্ষিক সিরিজ চালু না-হলেও দু’দেশের সম্পর্কের উন্নতি সম্ভব নয় বলে জানান লতিফ৷

ভারত-পাকিস্তান শেষবার দ্বি-পাক্ষিক সিরিজ খেলছে ২০০৭-০৮ মরশুমে৷ ভারতের মাটিতে সেবার পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলে পাকিস্তান৷ ৩-২ সিরিজ জিতেছিল ভারত৷ সেটাই শেষ দ্বি-পাক্ষিক সিরিজ৷ তারপর দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ভারত-পাকিস্তান দ্বি-পাক্ষিক ক্রিকেট সিরিজ বন্ধ হয়ে যায়৷ কেবলমাত্র আইসিসি টুর্নামেন্টেই দুই দেশ মুখোমুখি হয়৷

     

বিজ্ঞাপন

Goto Top