আজ শুরু বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, বাউন্সি পিচে ঘুঁটি সাজাচ্ছে দুই শিবিরই
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কইউরো কাপ আর কোপা আমেরিকার দৌলতে ফুটবলপ্রেমীদের ভরা মরশুম। বরং কিছুটা পিছনের সারিতে চলে গিয়েছিল ক্রিকেট। কিন্তু শুক্রবার থেকে টানটান উত্তেজনার জন্য তৈরি হচ্ছেন ক্রিকেটপ্রেমীরা। সৌজন্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। টেস্ট ক্রিকেটের ১৪৪ বছরের ইতিহাসে প্রথমবার। অতীতে এশীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ, বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া বনাম অবশিষ্ট বিশ্ব একাদশের মতো ম্যাচ হয়েছে। কিন্তু বিশ্ব টেস্ট চ্যাম্পয়নশিপ আয়োজন করার জন্য আইসিসি’র যে দীর্ঘদিনের ভাবনা তা বাস্তবায়িত হতে চলেছে শুক্রবারের ফাইনালের মাধ্যমেই।
টিম ইন্ডিয়া ইতিমধ্যেই তাদের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে। রোহিত শর্মার সঙ্গে ওপেন করবেন শুভমান গিল। মিডল অর্ডারে চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে এবং ঋষভ পন্থ। এরপরে দুই স্পিনিং অলরাউন্ডার হিসাবে রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিন। পেস বিভাগের দায়িত্ব বর্তাচ্ছে জসপ্রীত বুমরা, মহম্মদ শামি এবং ইশান্ত শর্মার কাঁধে।
তবে কোহলিদের স্ট্র্যাটেজি নিয়ে সন্দিহান অনেক বিশেষজ্ঞই। কারণ, শুভমান ইংল্যান্ড সিরিজে সেভাবে রান পাননি। রোহিত দেশের মাটিতে যতটা স্বচ্ছন্দ, সিমিং উইকেটে ততটাই নড়বড়ে। যার জেরে বিদেশে তাঁর ব্যাটিং গড় মাত্র ২৭। ফলে মূল ভরসার জায়গা হয়ে দাঁড়াচ্ছে সেই মিডল অর্ডারই। প্রশ্ন রয়েছে দলে দুই স্পিনারের অন্তর্ভুক্তি নিয়েও। অনেকেই মনে করছেন একজন স্পিনার কম খেলিয়ে চতুর্থ সিমার হিসাবে মহম্মদ সিরাজকে দলে নেওয়া যেতে পারত। যিনি রোজ বোলের সিমিং পিচে গতি, বাউন্স এবং সুইং-এর মিশেলে অনেক বেশি কার্যকর হতে পারতেন।
প্রতিপক্ষ নিউজিল্যান্ড অবশ্য নিজেদের যথেষ্ট গুছিয়ে নিয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে প্রথম দলের একগুচ্ছ ক্রিকেটারকে বাইরে রেখেই সিরিজ জিতেছে তারা। ফলে বিশ্রাম পেয়ে কেন উইলিয়ামসন, টিম সাউদিরা এখন যথেষ্ট চনমনে। ইংল্যান্ডকে অ্যাওয়ে সিরিজে হারিয়ে মানসিকভাবেও ভালো জায়গায় কিউইরা। শচীন তেন্ডুলকর যেমন কোনও রাখঢাক না রেখেই সূচি নিয়ে তোপ দেগেছেন আইসিসি-কে। মাস্টার ব্লাস্টারের মত, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের ঠিক আগে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে পারায় অন্যায্য সুবিধা পেয়ে গেল নিউজিল্যান্ড।
উইলিয়ামসনরা এখনও নিজেদের প্রথম একাদশ ঘোষণা করেননি। ব্যাটিং লাইন আপ নিয়ে সংশয়ের জায়গা নেই। টম ল্যাথামের সঙ্গে ব্যাটিং ওপেন করবেন ডেভন কনওয়ে। লর্ডসে যিনি অভিষেকেই দ্বিশতরান করেছেন। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টেও কিউই ওপেনারের ব্যাট থেকে বেরিয়েছে ৮০ রানের ঝকঝকে ইনিংস। তিন থেকে পাঁচে যথাক্রমে উইলিয়ামসন, রস টেলর এবং হেনরি নিকলস। উইকেটরক্ষকের দায়িত্ব সামলাবেন বিজে ওয়াটলিং। শুক্রবার থেকে সাউদাম্পটনে যিনি ফেয়ারওয়েল টেস্ট খেলতে নামছেন। অলরাউন্ডার হিসাবে কলিন ডি গ্র্যান্ডহোমের জায়গা একরকম পাকা। পেস বিভাগে ট্রেন্ট বোল্ট, টিম সৌদি এবং নেইল ওয়াগনারের খেলে একরম নিশ্চিত। প্রশ্ন থাকছে চতুর্থ বিশেষজ্ঞ বোলারকে নিয়ে। একমাত্র স্পিনার হিসাবে আজাজ পটেল খেলবেন? নাকি কোহলিদের চিন মিউজিক শোনাতে খেলানো হবে ছ’ফুট আট ইঞ্চির কাইলি জেমিসনকে? এখনও সিদ্ধান্ত নিতে পারেনি কিউই টিম ম্যানেজমেন্ট।
সম্ভবত শুক্রবার সকালের আবহাওয়ার জন্য অপেক্ষা করছেন উইলিয়ামসনরা। গত কয়েকদিন ধরে মোটের উপর মেঘলা রয়েছে সাউদাম্পটনের আকাশ। যা দেখে ঠোঁট চাটছেন দুই শিবিরের পেসাররাই। তার উপর পিচে ঘাস রয়েছে। পিচ প্রস্তুতকারকও বলছেন, পিচে বাউন্স মজুত থাকবে পেসারদের জন্য। সবমিলিয়ে ব্যাট-বলের ধুন্ধুমার লড়াইয়ের জন্য বারুদ তৈরি রেখেছে দুই শিবিরই।
২০০৭ সালে প্রথমবার আয়োজিত হওয়া টি-২০ বিশ্বকাপ জিতেছিল ধোনির ভারত। উদ্বোধনী টেস্ট চ্যাম্পিয়নশিপের ট্রফিও কি জিতে নিতে পারবে কোহলির ভারত? অপেক্ষা আর ১৫ সেশনের।