• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

টিম ইন্ডিয়াকে ম্যাচে ফেরালেন শামি-ইশান্ত

কিউইদের সুইং সামলাচ্ছেন পুজারা-কোহলি

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

স্কোরবোর্ডে পুঁজি মাত্র ২১৭ রান। টি-২০ জমানায় যা নেহাতই মামুলি। কিন্তু টি-২০ ক্রিকেট আর টেস্ট ক্রিকেটের পার্থক্য সেখানেই। ব্যাট-বলের কঠিনতম লড়াইয়ের ময়দানে এই সামান্য পুঁজি নিয়েও যে বিপক্ষকে রীতিমতো চাপে ফেলে দেওয়া যায় মঙ্গলবারের হ্যাম্পশায়ার বোলে সেটাই দেখিয়ে দিলেন মহম্মদ শামি, ইশান্ত শর্মারা। নিট ফল, টিম ইন্ডিয়ার ২১৭ রানের জবাবে ২৪৯ রানে শেষ নিউজিল্যান্ডের ইনিংস। আর সেখানেই জমে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ৩২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করেছিলেন রোহিত শর্মারা। পঞ্চম দিনের শেষে দুই ওপেনারের উইকেট হারিয়ে ৬৪ রান তুলেছে ভারত। ৩২ রানের ঘাটতি মিটিয়ে আপাতত লিড ৩২ রানের।

এদিন শুরুতে শামিকে আক্রমণে নিয়ে আসেননি কোহলি। বরং ভরসা রেখেছিলেন জসপ্রীত বুমরা এবং ইশান্তের উপরেই। কিন্তু হাতে গোনা কিছু বল বাদ দিলে প্রথম ঘণ্টায় সেভাবে দাগ কাটতে পারেননি বুমরা। তার জেরেই শামিকে বল করে এনে চেষ্টা চালাচ্ছিলেন কোহলি। আর সেই শামিই প্যাভিলিয়নে ফেরালেন রস টেলরকে (১১)। যার নেপথ্যে থাকল কভারে শুভমান গিলের দুর্দান্ত ক্যাচ। সামান্য পরেই ইশান্তের আউটসুইঙ্গারে খোঁচা দিয়ে আউট হলেন হেনরি নিকলসও (৭)। পরের ওভারেই চোখধাঁধানো ডেলিভারিতে বিজে ওয়াটলিংকে (১) বোল্ড করলেন শামি। কিউইদের স্কোরবোর্ডে তখন ১৩৫/৫। কলিন গ্র্যান্ডহোম (১৩) ফেরার পর নিউজিল্যান্ডের রান দাঁড়িয়েছিল ছ’উইকেটে ১৬২। কেন উইলিয়ামসন ক্রিজে থাকা সত্বেও প্রথম ইনিংসে কোহলিদের লিড নেওয়ার সম্ভাবনা ঘোরাফেরা করছিল। কিন্তু শেষমেশ তা যে হল না তার পিছনে কাইল জেমিসন (২১) এবং টিম সাউদি (৩০)। পাল্টা আক্রমণের রাস্তায় গিয়ে তাঁরাই কিউইদের লিড নেওয়ার রাস্তা মসৃণ করে দেন। ফলে উইলিয়ামসন আউট হওয়ার পরেও মূল্যবান ২৮ রান যোগ করল নিউজিল্যান্ড। ৭৬ রান দিয়ে চার উইকেট নিয়েছেন শামি। ৪৮ রান খরচ করে ইশান্তের শিকার তিন। অশ্বিন ২৮ রান দিয়ে দু’উইকেট নিয়েছেন।

শুভমান এবং রোহিত দ্বিতীয় ইনিংসের প্রথম ১০ ওভার সাবধানীভাবে কাটিয়ে দিয়েছিলেন। কিন্তু তারপরেই সাউদির শিকার হলেন শুভমান (৮)। রোহিত (৩০) ক্রিজে জমে যাওয়ার পরও হঠাৎ ভিতরে ঢুকে আসা বলে জাজমেন্ট দিয়ে এলবিডব্লু হলেন। শেষ বেলায় অবশ্য বিপদ আর বাড়তে দেননি চেতেশ্বর পুজারা (১২ ব্যাটিং) এবং অধিনায়ক কোহলি (৮ ব্যাটিং)। সাউদি বিরাটকে চমকে দিতে চেয়েছিলেন হেলমেটে বাউন্সার দিয়ে। কিন্তু কোহলি টলেননি।

মঙ্গলবার কিছুটা রোদ ওঠায় রোজ বোলের পিচ আগের থেকে শুকিয়ে গিয়েছে। কিন্তু রান করা এখনও সহজ নয় ব্যাটসম্যানদের পক্ষে। তার জেরেই ৬৪ রান তুলতে ৩০ ওভার নিয়েছে টিম ইন্ডিয়া। বুধবার সকালে কিউইদের সুইং সামলে কোহলিরা দ্রুত রান তুলতে পারেন কিনা তার উপরই নির্ভর করছে ম্যাচের ভবিষ্যৎ।  

     

বিজ্ঞাপন

Goto Top