ইংল্যান্ডের কাছে আট উইকেটে বিধ্বস্ত মিতালিরা
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কদেশের জার্সিতে আন্তর্জাতিক মঞ্চে তিন ফরম্যাটে খেলার নিরিখে ভারতের কনিষ্ঠতম ক্রিকেটার হিসাবে ইতিহাস গড়লেন শেফালি ভার্মা। রবিবার ব্রিস্টলে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হয় ভারতীয় মহিলা দল। এই ম্যাচে একদিনের আন্তর্জাতিক অভিষেক ঘটে হরিয়ানার অলরাউন্ডার শেফালির।
১৭ বছর ১৫০ দিন বয়সে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হল শেফালির। সবথেকে কম বয়সে তিনটি ফরম্যাটে অভিষেক হওয়ার ক্রিকেটারদের তালিকায় ভারতের মধ্যে তিনি প্রথম হলেও, বিশ্বের নিরিখে রয়েছেন পাঁচ নম্বরে। এই তালিকার শীর্ষে আফগাস্তিানের মুজিব উর রহমান। আফগান স্পিনার এই কীর্তি গড়েছিলেন ১৭ বছর ৭৮ দিনে।
তবে অভিষেকের মঞ্চটা খুব একটা সুখের হল না শেফালির। ওপেন করতে নেমে মাত্র ১৫ রান করেন তিনি। সেইসঙ্গে ভারতও আট উইকেটে বিধ্বস্ত হল ইংল্যান্ডের কাছে। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট খুইয়ে ২০১ রান তোলে ভারতের মেয়েরা। অধিনায়ক মিতালি রাজ সর্বোচ্চ ৭২ রান করেন। জবাবে মাত্র ৩৪.৫ ওভারে ২ উইকেটে রান তুলে নেয় ইংরেজরা। ৮৭ রানে অপরাজিত থাকেন ট্যামি বিউমন্ট। ৭৪ রানে অপরাজিত থাকেন নাতালিয়া স্কিভার।