পাশে ছিল না তিন বড় দেশের বোর্ড
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কচার মাসের তদন্ত সমাপ্তি ঘোষণার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে গেল আইসিসি-র সিইও মনু সাহানির এর সময়কাল। তাঁকে দায়িত্ব থেকে সরিয়ে দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ২০১৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত চুক্তি থাকলেও আইসিসি তাঁকে সরে যেতে নির্দেশ দিয়েছে। তাঁর বিরুদ্ধে সহকর্মীদের ওপর ‘ভাষার অপপ্রয়োগ’ এর অভিযোগ আছে। অভিযোগ আছে, ‘কর্তৃত্ববাদী’ আচরণেরও। মনু যদিও এই সব অভিযোগ উড়িয়ে দিয়ে জানিয়েছেন সবটাই ‘পূর্বপরিকল্পিত’ । শোনা যাচ্ছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও ভারতীয় ক্রিকেট বোর্ড তাঁর ওপর সদয় না হওয়াতেই সরে যেতে হলো তাঁকে। মনু এর আগে একটি ক্রিকেট ওয়েবসাইটের সঙ্গে ১৭ বছর কাজ করেছেন। তাছাড়া সিঙ্গাপুর এর ক্রীড়া বোর্ডের সঙ্গে তিনি জড়িত। এছাড়া ম্যানচেস্টার ইউনাইটেড দলের সঙ্গেও যুক্ত পেশাগত সূত্রে।