• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

দ্রাবিড়ীয় সভ্যতার উত্থান চায় শিখরের টিম ইন্ডিয়া

বৃষ্টির সম্ভাবনা নিয়েই শুরু হচ্ছে শ্রীলঙ্কা সিরিজ

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

দ্রাবিড়ীয় সভ্যতার উত্থান চায় অনভিজ্ঞ টিম ইন্ডিয়া

কলম্বো। ১৭ জুলাই

 

অনভিজ্ঞ, কিন্তু ক্ষুধার্ত। তরুণ, কিন্তু প্রতিভাবান।

বিরাট কোহলি, রোহিত শর্মা, যশপ্রীত বুমরা, মহম্মদ সামিদের আলোর ছটায় দেশের অনেক প্রতিভাই এখন অন্ধকারে। এবার তাঁদের অগ্নিপরীক্ষা। বিরাট-রোহিতের মতো সিনিয়রদের অনুপস্থিতিতে দেশের মুখ উজ্জ্বল করার দায়িত্ব একঝাঁক তরুণ তুর্কির কাঁধে।

রবিবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে প্রথম ওয়ান ডে ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত। প্রথমবার দেশকে নেতৃত্ব দিতে চলেছেন শিখর ধাওয়ান। পাশাপাশি জাতীয় দলের কোচ হিসাবে রাহুল দ্রাবিড় অভিষেক ম্যাচের মুখে দাঁড়িয়ে। ফলে সম্পূর্ণ নতুন এবং ভবিষ্যতের ‍‘টিম ইন্ডিয়াকে দেখতে মুখিয়ে ভারতের ক্রিকেটপ্রেমীরা।

দল নির্বাচনই প্রধান চ্যালেঞ্জ হতে চলেছে টিম ম্যানেজমেন্টের সামনে। কিছু পজিশন নিয়ে বেশ চিন্তায় দ্রাবিড় অ্যান্ড কোং। শিখর ধাওয়ানের সঙ্গে ইনিংস শুরু করার লড়াইয়ে পৃথ্বী শ-এর সঙ্গে লড়াই হবে দেবদত্ত পাড়িক্কাল এবং ঋতুরাজ গায়কোয়াডের। একই সঙ্গে উইকেটকিপার হিসাবে ঈশান কিষাণ এবং সঞ্জু স্যামসনের মধ্যে কাকে সুযোগ দেয় টিম ম্যানেজমেন্ট, সেটাও দেখার। তবে স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসাবে মণীশ পান্ডে এবং সূর্যকুমার কুমার যাদবের জায়গা প্রায় পাকা। সেক্ষেত্রে নীতিশ রানার এই ম্যাচে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশ কম।

ছয় নম্বরে অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া অটোমেটিক চয়েজ। আর একজন অলরাউন্ডার হিসাবে কৃষ্ণাপ্পা গৌতমের থেকে অনেকটাই এগিয়ে ক্রুনাল পান্ডিয়া। তবে যদি দুইজন বিশেষজ্ঞ স্পিনার এবং তিন পেসারের পথে হাঁটে ভারত, তাহলে কোপ পড়বে ক্রুনালের ওপরও। স্পিনার হিসাবে প্রথম পছন্দ অবশ্যই যজুবেন্দ্র চাহাল। কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী এবং রাহুল চাহারকে হয়তো সাজঘরেই বসে কাটাতে হবে।

তিন পেসারের মধ্যে দলের সহ-অধিনায়ক ভুবনেশ্বর কুমারের প্রথম একাদশ নিশ্চিত। এছাড়া দীপক চাহারের জায়গায়ও কার্যত পাকা। তৃতীয় পেসার হিসাবে লড়াই হবে নভদীপ সাইনির সঙ্গে চেতন সাকারিয়ার।

সাম্প্রতিক ইতিহাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স রয়েছে ভারতের। মেন ইন ব্লুর বিপক্ষে শেষ দশটি ম্যাচে জয়ের মুখ দেখেনি লঙ্কাবাহিনী। তারপর কাঁধে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গিয়েছে দলের নির্ভরযোগ্য তারকা কুশল পেরেরা। এই অবস্থায় অধিনায়ক দাসুন শানাকা, ধনঞ্জয় ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্কা এবং দুশমন্ত চামিরার ওপর দলের ভাগ্য অনেকটা নির্ভর করছে।

বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি নিয়েই সিরিজ শুরু করতে চলেছে দুই দল। তবে এই বৃষ্টির তালে তাল মিলিয়ে হার্দিকরা ঝড় তুলতে পারেন কিনা, সেটাই দেখার। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দ্বীপরাষ্ট্রে দ্রাবিড়ীয় সভ্যতার উত্থান দেখতে কিন্তু মুখিয়ে ভারত।

ছবি সৌজন্যঃ বিসিসিআই

     

বিজ্ঞাপন

Goto Top