• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

অলিম্পিকে ভারতীয় দলের গুডউইল অ্যাম্বাসাডর বা শুভেচ্ছাদূত সৌরভ!

মহারাজকে 'বিরল সম্মান' জানাতে চলেছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

 

বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে 'বিরল সম্মান' জানাতে চলেছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ)টোকিও অলিম্পিকে ভারতীয় দলের গুডউইল অ্যাম্বাসাডর বা শুভেচ্ছাদূত হওয়ার জন্য সৌরভকে আমন্ত্রণ জানিয়েছে অ্যাসোসিয়েশন। গত অলিম্পিকে এই সম্মান পেয়েছিলেন সচিন তেণ্ডুলকরএবার বাংলার মহারাজ এই সম্মান পেতে চলেছেন।

আইওএর সচিব রাজীব মেহতা ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতিকে চিঠিতে লিখেছেন, 'আইওএ টোকিও অলিম্পিক গেমস ২০২০-তে টিম ইন্ডিয়ার শুভেচ্ছাদূত হওয়ার সম্মান আপনাকে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সৌরভ সারা দেশের ক্রীড়ামহলের কাছে একটা উদাহরণ। একটা অনুপ্রেরণা। আমরা আশা করি, আপনি ভারতীয় দলকে সমর্থন জানানোর জন্য সদর্থক বিবেচনা করবেন।’

আইওএর আমন্ত্রণ প্রসঙ্গে সৌরভ এখনও মুখ না খুললেও তাঁর ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তিনি এই প্রস্তাব গ্রহণ করতে চলেছেন

     

বিজ্ঞাপন

Goto Top