• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

বৃষ্টির পরেই হারাকিরি, নিয়মরক্ষার ম্যাচে হার ভারতের

চার দশক পর একই একদিনের ম্যাচে অভিষেক পাঁচ ভারতীয় ক্রিকেটারের

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

অধিনায়ক হিসাবে প্রথম দু’ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরে নিয়েছিলেন। কিন্তু টস জিততে পারছিলেন না। সিরিজের শেষ ম্যাচে টস জিতেই তাই ‘থাই ফাইভ’ করেছিলেন শিখর ধাওয়ান। কিন্তু দিনের শেষে সেই উচ্ছ্বাস স্থায়ী হল না ভারত অধিনায়কের। হোয়াইটওয়াশের স্বপ্ন জলাঞ্জলি দিয়ে হারতে হল তিন উইকেটে। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ওভারের সংক্যা কমিয়ে নিয়ে আসা হয়েছিল ৪৭-এ। কিন্তু ৪৩.১ ওভারেই ২২৫ রানে অল আউট হয়ে গিয়েছিল ধাওয়ান অ্যান্ড কোং। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন নিয়মে জয়ের জন্য ২২৭ রান লক্ষ্য দাঁড়িয়েছিল শ্রীলঙ্কার। যা ৩৯ ওভারেই তুলে নিল তারা।

১৯৮০ সালে এমসিজি-তে একইসঙ্গে আন্তর্জাতিক অভিষেক হয়েছিল রজার বিনি, সন্দীপ পাতিল, দিলীপ দোশি, কীর্ত আজাদ এবং তিরুমালাই শ্রীনিবাসনের। তার ৪১ বছর পরে এই প্রথম ভারতের জার্সি গায়ে একদিনের আন্তর্জাতিক হল একসঙ্গে পাঁচ ক্রিকেটারের – সঞ্জু স্যামসন, রাহুল চাহর, চেতন সাকারিয়া, কৃষ্ণাপ্পা গৌতম এবং নীতিশ রানা। কিন্তু অভিষেকে যেভাবে পাতিল ম্যাচজেতানো ইনিংস খেলেছিলেন সেভাবে এদিনের ম্যাচে প্রভাব ফেলতে পারলেন না কেউই। তবে সঞ্জু এবং চাহরের পারফরম্যান্স নজর কেড়েছে বিশেষজ্ঞদের।

ভারতীয় ইনিংসের তৃতীয় ওভারেই দুষ্মন্ত চামিরার বলে খোঁচা দিয়ে আউট হন শিখর (১৩)। কিন্তু দ্বিতীয় উইকেটে ৭৪ রানের কার্যকরী জুটি গড়েছিলেন পৃথ্বী শ’ ও সঞ্জু। কিন্তু স্বল্প ব্যবধানে পৃথ্বী (৪৯) এবং সঞ্জু (৪৬) দু’জনেই আউট হয়ে যাওয়ায় কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারত। তবে চতুর্থ উইকেট জুটিতে কিছুটা সামাল দিচ্ছিলেন সূর্যকুমার যাদব এবং মণীশ পাণ্ডে। এমন সময়ই বৃষ্টি নামল। ভারতের স্কোরবোর্ডে তখন ২৩ ওভারে ১৪৭/৩। এক ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল খেলা। তারপরে যখন খেলা শুরু হল তখনই তাল কাটতে শুরু করল টিম ইন্ডিয়ার। মণীশ (১১), হার্দিক পাণ্ড্য (১৯), সূর্যকুমার (৪০), গৌতম (২) এবং নীতিশ (৭) দ্রুত প্যাভিলিয়নে ফেরার দলের রান দাঁড়িয়েছিল ১৯৫/৮। সেখানেই ম্যাচ থেকে কার্যত ছিটকে গিয়েছিল ভারত। নবম উইকেটে মূল্যবান ২৯ রান যোগ করে দলকে দু’শো গণ্ডি পার করে দেন চাহর (১৩) এবং নবদীপ সাইনি (১৫)।

শ্রীলঙ্কা ইনিংসের ষষ্ঠ ওভারে মিনোদ ভানুকাকে (৭) ফিরিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম উইকেট হাসিল করেন গৌতম। কিন্তু উইকেটে অভীষ্কা ফার্নান্ডো ও মিনোদ রাজাপক্ষের ১০৯ রানের জুটি শ্রীলঙ্কার জয় নিশ্চিত করে দেয়। ৫৬ বলে ৬৫ রানের দর্শনীয় ইনিংস খেলে আউট হন রাজাপক্ষে। জয়ের দোরগোড়ায় এসে অবশ্য কিছুটা হোঁচট খেয়েছিল শ্রীলঙ্কা। ২৬ রানের মধ্যে হারিয়েছিল চার উইকেট। নেপথ্যে রাহুল চাহরের দুর্দান্ত বোলিং (৩/৫৪)। তবে শেষমেশ সাত উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় দাসুন শানাকার দল।

রেকর্ড বলছে, ২০১২ সালের পর এই প্রথম দ্বীপরাষ্ট্রের মাটিতে হার হজম করতে হল টিম ইন্ডিয়াকে। একদিনের আন্তর্জাতিক ম্যাচেও ২০১৭ সালের পর ভারতকে এই প্রথম হারাল শ্রীলঙ্কা। রবিবার থেকে প্রেমদাসা স্টেডিয়ামেই শুরু হচ্ছে টি-২০ সিরিজ। যা টি-২০ বিশ্বকাপের আগে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের পরখ করে নেওয়ার শেষ সুযোগ দেবে টিম ইন্ডিয়াকে।

     

বিজ্ঞাপন

Goto Top