দুর্বল হতে পারে শ্রীলঙ্কা সিরিজের টি-২০ দল
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কএ যেন মেঘ না চাইতেই জল! শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই সিরিজে জাতীয় দলে অভিষেক হয় সূর্যকুমার যাদবের। ভারতের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় বয়স্ক ক্রিকেটার হিসাবে ডেবিউ ক্যাপ পান তিনি। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই আরও বড় চমক হাজির তাঁর জন্য। এবার সরাসরি টেস্ট দলে ডাক পেতে চলেছেন সূর্য।
আইপিএলে এবং ঘরোয়া ক্রিকেটে দিনের পর দিন দারুণ পারফরম্যান্স করার পরও কোনও এক অজ্ঞাত কারণে জাতীয় দল থেকে ব্রাত্য ছিলেন সূর্যকুমার। এই নিয়ে জাতীয় নির্বাচকদের সমালোচনাও করেন প্রাক্তন ক্রিকেটাররা। তবে সূর্য ছিলেন ‘নিস্তেজ’, নির্লিপ্ত। তিনি শুধু ব্যাটের ভাষায় জবাব দিয়ে যাচ্ছিলেন। এমন অবস্থায় বিরাট-রোহিতরা ইংল্যান্ড সফরে যাওয়ায় শ্রীলঙ্কাগামী ভারতীয় দলে সুযোগ পান সূর্যকমার। লঙ্কানদের বিরুদ্ধে তিনটি ওডিআইতে একটি অর্ধশতরান সহ ৬২ গড়ে মোট ১২৪ রান করেন ৩০ বছর বয়সী ডানহাতি মিডল অর্ডার ব্যাটসম্যান। সাম্প্রতিক পারফরম্যান্স বিচার করে তাঁর থেকে আর মুখ ফিরিয়ে থাকতে পারছে না বোর্ড। পুরস্কারস্বরূপ সূর্যকে ইংল্যান্ড সফরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।
সূর্যকুমারের সঙ্গে বিরাটদের দলের যোগ দিতে ইংল্যান্ড উড়ে যাবেন পৃথ্বী শও। ২৩ বছর বয়সী এই ডানহাতি ওপেনারকে নিয়েও বিতর্ক কম হয়নি। শুভমান গিল চোট পেয়ে ইতিমধ্যেই ছিটকে গিয়েছেন। যার ফলে টিম ম্যানেজমেন্ট পৃথ্বীকে দলে নেওয়ার দাবি জানায়। কিন্তু বিরাট-শাস্ত্রীদের এই দাবিকে বিশেষ পাত্তা দেয়নি বোর্ড। বিসিসিআইয়ের পক্ষ থেকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল, গিলের পরিবর্ত ওপেনার হিসাবে পৃথ্বীকে ইংল্যান্ড পাঠাবে না তারা। দলে মায়াঙ্ক আগরওয়াল রয়েছেন। পাশাপাশি স্ট্যান্ডবাই ওপেনার হিসাবে অভিমন্যু ঈশ্বরণও গিয়েছেন। এই দু’জনের থেকেই একজনকে ওপেনার হিসাবে বেছে নিতে হবে টিম ইন্ডিয়াকে।
বোর্ডের এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি হয়নি ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক। অনেকের ধারণা, এই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতেই কাউন্টি একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে মাঠে নামেননি অধিনায়ক বিরাট কোহলি, সহ অধিনায়ক অজিঙ্কা রাহানে সহ বেশ কিছু সিনিয়র ক্রিকেটার। তবে এই প্রস্তুতি ম্যাচ খেলার সময়ই চোট পান স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর এবং পেসার আভেশ খান। দু’জনেই ছিটকে যান ইংল্যান্ড থেকে।
গিলের পর সুন্দর এবং আভেশ ছিটকে যাওয়ায় স্বাভাবিক ভাবেই নড়েচড়ে বসে বোর্ড। তিন ক্রিকেটার দেশে ফিরে আসবে। ফলে পরিবর্ত ক্রিকেটার পাঠাতেই হবে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বোর্ডকে। তার মধ্যে সূর্যকুমার যাদব এবং ওপেনার হিসাবে পৃথ্বী শ ইংল্যান্ড উড়ে যাচ্ছেন বলে বোর্ড সূত্রে খবর। বাড়তি স্পিনারের অভাব পূরণে জয়ন্ত যাদবের নাম উঠলেও, তাঁর ইংল্যান্ড যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন বোর্ডের এক আধিকারি।
বিসিসিআইয়ের সেই আধিকারিক বলেন, ‘‘পৃথ্বী এবং সূর্য শ্রীলঙ্কা থেকেই সরাসরি ইংল্যান্ড উড়ে যাবে। আমাদের পরিকল্পনায় জয়ন্তও ছিল। কিন্তু কোয়ারেন্টাইন সংক্রান্ত বিভিন্ন বিধিনিষেধের কথা মাথায় রেখে ওকে পাঠানো হবে না। কিন্তু সূর্য আর পৃথ্বী কলম্বো থেকে লন্ডনে বাবল টু বাবল ট্রান্সফার হবে বলে সমস্যা নেই। তবে টি-টোয়েন্টি সিরিজ শেষ হলে নাকি সিরিজের মাঝপথেই ওদের পাঠিয়ে দেওয়া হবে, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’’ তবে এই দু’জন যে যাচ্ছেনই, তা নিশ্চিত করে তিনি বলেন, ‘‘কিন্তু হ্যাঁ, ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের জন্য এই দু’জনকেই পরিবর্ত হিসাবে পাঠানো হবে। আগামী তিন দিনের মধ্যে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলব ওরা কবে যাবে সেই বিষয়ে।’’
৪ আগস্ট থেকে শুরু হতে চলা প্রথম টেস্টে ভারতীয় ইনিংসের সূচনা যে পৃথ্বী শ করবেন, তা একরকম নিশ্চিত। সূর্যকুমারের অবশ্য প্রথম একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনা বেশ কম। দলের সহ অধিনায়ক অজিঙ্ক রাহানের হ্যামস্ট্রিংয়ে চোট চিন্তায় রেখেছে শাস্ত্রীদের। সেই জন্য লম্বা সিরিজের কথা মাথায় রেখে সূর্যকে পাঠানো হচ্ছে। যদিও দল আশাবাদী, প্রথম টেস্টে খেলবেন রাহানে। আর একান্ত যদি অজিঙ্ক খেলতে না পারেন, সেক্ষেত্রে প্রথম পছন্দ অবশ্যই লোকেশ রাহুল। প্রস্তুতি ম্যাচে শতরান হাঁকিয়ে তিনি এমনিতেই প্রথম একাদশের বড় দাবিদার হয়ে উঠেছেন।