• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

আজ শুরু টি-২০ সিরিজ, অভিষেক হতে পারে বরুণের

কলকাতা নাইট রাইডার্সের স্পিনারের ফিটনেস নিয়ে এখনও ধোঁয়াশা

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

হাসতে হাসতে ওডিআই সিরিজ পকেটে পুরেছে রাহুল দ্রাবিড়ের ‍‘জুনিয়র’ টিম ইন্ডিয়া। এবার লক্ষ্য টি-টোয়েন্টি সিরিজ। যা শুরু হচ্ছে রবিবার থেকেই। ওডিআইয়ের মতো শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টিতেও দাপট বজায় রাখতে মরিয়া ধাওয়ান অ্যান্ড কোং।

টি-টোয়েন্টি সিরিজের ওপর নজর থাকবে নির্বাচকদের। কারণ, সামনেই কুড়ি-বিশের বিশ্বকাপ। তার আগে দেশের জার্সিতে কে কীরকম পারফরম্যান্স করে, তা দেখতে মুখিয়ে রয়েছেন নির্বাচক থেকে শুরু করে সমর্থকরা।

লঙ্কানদের বিরুদ্ধে টি-টোয়েন্টি অভিষেক হতে পারে কেকেআরের মিষ্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর। আইপিএলে দুরন্ত পারফর্ম করার পর দেশের জার্সি গায়ে কীরকম খেলেন তিনি, সেটাই দেখার। তবে জাতীয় দলে অভিষেক অনেক আগেই হয়ে যেত তাঁর। কিন্তু ফিটনেস এবং চোটের কারণে তা আর সম্ভব হয়ে ওঠেনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাওয়ে সিরিজে তিনি প্রথমবার ডাক পান। তারপর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজেও প্রাথমিক দলে সুযোগ দেওয়া হয়েছিল তাঁকে। যদিও সব প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২৯ বছর বয়সী এই স্পিনার আসন্ন বিশ্বকাপের জন্য ভারতের নয়া অস্ত্র হয়ে উঠতে পারেন কিনা, সেটাই দেখার।

এদিকে, সূর্যকুমার যাদব এবং পৃথ্বী শ ইংল্যান্ড উড়ে যাবে। তার আগে এই দুই তারকা যাতে চোট না পান, তাই হয়তো এঁদের খেলানোর ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে রুতুরাজ গায়কোয়াড বা দেবদত্ত পালিক্কালের মাথায় উঠবে জাতীয় দলের টুপি। এই লড়াইয়ে অবশ্য পালিক্কাল কিছুটা হলেও এগিয়ে।

উইকেটকিপার হিসাবে ঈশান কিষাণ এবং সঞ্জু স্যামসন, দু’জনেরই খেলার সম্ভাবনা বেশি। কারণ, ওডিআই সিরিজে সেরকম পারফর্ম করতে না পারায় মণীশ পান্ডেকে হয়তো ডাগআউটে বসতে হবে। অলরাউন্ডার হিসাবে পান্ডিয়া ব্রাদার্স হার্দিক এবং ক্রুনাল অটোমেটিক চয়েজ।

শেষ ওডিআইতে বিশ্রাম পাওয়ায় প্রথম টি-টোয়েন্টিতে পেস বিভাগের দায়িত্ব থাকবে ভুবনেশ্বর কুমার এবং দীপক চাহারের ওপর। স্পিনে বরুণের সঙ্গী হবেন যজুবেন্দ্র চাহাল। ঘরের মাঠে ওডিআই সিরিজ হারায় টি-টোয়েন্টি জিততে মরিয়া থাকবে শ্রীলঙ্কা। ফলে লড়াইটা যে একেবারে সাদামাটা হবে না, তা বলাই বাহুল্য।

     

বিজ্ঞাপন

Goto Top