• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

মাথায় চোট, প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন মায়াঙ্ক

 সিরাজের বাউন্সারে চোট পেলেন এই ওপেনার।

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

টেস্ট সিরিজ শুরুর আগেই বড় বিপত্তি ভারতীয় শিবিরে মাথায় চোট পেয়ে প্রথম টেস্ট থেকে ছিটকে গেলেন টিম ইন্ডিয়ার ওপেনার মায়াঙ্ক আগরওয়াল

আগামী আগস্ট অর্থাৎ বুধবার থেকে ট্রেন্ট ব্রিজে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবেন বিরাট কোহলিরা। কিন্তু সিরিজ শুরুর ঠিক দুদিন আগেই ঘটল বিপত্তি নেট প্র্যাকটিসের সময় মহম্মদ সিরাজের বাউন্সার এসে লাগে মায়াঙ্কের হেলমেটে ।বলের গতি এতই তীব্র ছিল যে ব্যাট ফেলে মাটিতে শুয়ে পড়েন তিনি ছুটে আসেন সতীর্থরা ফিজিও নীতিন প্যাটেল প্রাথমিক চিকিৎসা সারেন তারপরই দেখা যায়, নেট ছেড়ে হেঁটেই বেরিয়ে আসছেন মায়াঙ্ক তখনই একপ্রকার স্পষ্ট হয়ে যায়, চোট গুরুতর।পরে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের তরফে সরকারিভাবে জানিয়ে দেওয়া হয়, প্রথম টেস্ট থেকে বাদ দেওয়া হয়েছে মায়াঙ্কের নাম

     

বিজ্ঞাপন

Goto Top