• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

৩ পয়েন্টই পাখির চোখ ঈশ্বরনদের

কেরলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয় দিয়ে রঞ্জি অভিযান শুরু করলেও ঘরের মাঠে বাংলাকে পর পর দু’টি ম্যাচে তাড়া করে বেড়াল বৃষ্টি৷ মন্দ আবহাওয়ায় প্রায় দু’দিনের খেলা নষ্ট হওয়ায় ইডেনে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে গত ম্যাচে তিন পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে অভিমন্যু ঈশ্বরনদের৷ এবার গুজরাতের বিরুদ্ধে রঞ্জির তৃতীয় ম্যাচের ছবিটা আরও খারাপ৷

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

কলকাতা: কেরলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে জয় দিয়ে রঞ্জি অভিযান শুরু করলেও ঘরের মাঠে বাংলাকে পর পর দু’টি ম্যাচে তাড়া করে বেড়াল বৃষ্টি৷ মন্দ আবহাওয়ায় প্রায় দু’দিনের খেলা নষ্ট হওয়ায় ইডেনে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে গত ম্যাচে তিন পয়েন্ট নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে অভিমন্যু ঈশ্বরনদের৷ এবার গুজরাতের বিরুদ্ধে রঞ্জির তৃতীয় ম্যাচের ছবিটা আরও খারাপ৷

বৃষ্টি ও মন্দ আলোয় ইডেনে বাংলা-গুজরাত ম্যাচের প্রথম তিন দিনে খেলা হয়েছে মোটে ৬৫ ওভার৷ প্রথম দিনে প্রবল বৃষ্টির জন্য টস পর্যন্ত অনুষ্ঠিত হয়নি৷ দ্বিতীয় দিনে খেলা হয় মাত্র ২০ ওভার৷ তাতে ১ উইকেট হারিয়ে ৪৬ রান তুলেছিল টস হেরে প্রথমে ব্যাট করতে নামা গুজরাত৷ তৃতীয় দিনে ৪৫ ওভারে পার্থিব প্যাটেলরা আরও ৬ উইকেট হারিয়ে ১২৩ রান যোগ করে৷ অর্থাৎ তৃতীয় দিনের শেষে গুজরাত তাদের প্রথম ইনিংসে ৭ উইকেটের বিনিময়ে ১৬৯ রান তুলেছে৷

     

বিজ্ঞাপন

Goto Top