প্রথম একাদশ জায়গা পেলেন না অশ্বিন, ইশান্ত ও হনুমা
স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্কচূড়ান্ত অফ ফর্মে ছিলেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল যে প্রথম একাদশ থেকে তাঁকে বাদ দেওয়ার দাবি ক্রমেই জোরালো হচ্ছিল। কিন্তু জন রাইট আর শচীন তেন্ডুলকরের মতো জহুরির চোখ যে তাঁর প্রতিভা চিনতে ভুল করেনি তা বুধবারের ট্রেন্ট ব্রিজে আরও একবার প্রমাণ করলেন জসপ্রীত বুমরা। নতুন বল হাতে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিলেন টিম ইন্ডিয়ার বোলিং আক্রমণকে। আর বুমরার যোগ্য সঙ্গী হিসাবে দেখা দিলেন মহম্মদ শামি। লাইন, লেংথ, গতি, সুইং আর বাউন্স। বুমরা-শামির এই পাঁচমেশালি অস্ত্রের সামনে ঘরের মাঠে হোঁচট খেল ইংল্যান্ড। ৬৫.৪ ওভারে গুটিয়ে গেল মাত্র ১৮৩ রানে। যার জবাবে দিনের শেষে বিনা উইকেটে ২১ রান তুলেছে ভারত। ইংল্যান্ডের থেকে আপাতত প্রথম ইনিংসে ১৬২ রানে পিছিয়ে তারা।
চমক অবশ্য ছিল দিনের গোড়াতেই। টস জিতেও কোনও এক অজ্ঞাত কারণে ভারতকে ব্যাট করতে পাঠালেন না জো রুট। সম্ভবত চতুর্থ ইনিংসে রবিচন্দ্রন অশ্বিনের মোকাবিলা করতে চাননি। কিন্তু রুটকে আরও বড় চমক দিলেন বিরাট কোহলি। যিনি অশ্বিনকে প্রথম একাদশে রাখার প্রয়োজনই মনে করেননি। এখানেই শেষ নয়। প্রথম একাদশ থেকে উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত হনুমা বিহারী এবং ইশান্ত শর্মা। তার বদলে ব্যাটিং গভীরতা বাড়াতে দলে রবীন্দ্র জাদেজা এবং শার্দূল ঠাকুর।
রুটের ভুলের সেই সুযোগই পুরোমাত্রায় নিলেন বুমরা। ইনিংসের পঞ্চম বলেই ফেরালেন রোরি বার্নসকে (০)। মধ্যাহ্নভোজনের আগে মহম্মদ সিরাজের বলে খোঁচা দিয়ে প্যাভিলিয়নে ফিরলেন জ্যাক ক্রলিও (২৭)। আর দ্বিতীয় সেশনের শুরুতেই শামি তুলে নিলেন ডম সিবলিকে (১৮)। ঠিক এই জায়গা থেকেই ইংল্যান্ড ইনিংসের হাল ধরা শুরু করলেন রুট এবং জনি বেয়ারস্টো। প্রায় গোটা সেশন সামলে দিয়েছিলেন দু’জনে। চতুর্থ উইকেটে যোগ করেছিলেন মূল্যবান ৭২ রান। কিন্তু চা-বিরতির ঠিক আগের ওভারে বেয়ারস্টোকে (২৯) ফিরিয়ে দলকে কাঙ্খিত ‘ব্রেক থ্রু’ এনে দিলেন সেই শামি। অসমাপ্ত ওভার শেষ করছিলেন দিনের শেষ সেশনে। আর সেই ওভারেরই শেষ বলে ফেরালেন ড্যান লরেন্সকেও (০)। সামান্য পরেই জস বাটলারকে (০) আউট করে ব্রিটিশদের রীতিমতো ব্যাকফুটে ঠেলে দেন বুমরা। সেই চাপ নিতে না পেরে আলগা শট খেলে আউট হন রুট (৬৪)। নিচের সারির ব্যাটসম্যানদের মধ্যে স্যাম কারান (২৭ অপরাজিত) ছাড়া কেউ দাঁড়াতে পারেননি। ৪৫ রানে শেষ সাত উইকেট হারায় ইংল্যান্ড। যার মধ্যে ২৩ রান এসেছে শেষ উইকেট জুটিতে। ৪৬ রানে চার উইকেট বুমরার। ২৮ রান খরচ করে শামির শিকার তিন। বাকি উইকেটগুলি নিয়েছেন শার্দূল (২/৪১) এবং সিরাজ (১/৪৮)।
শেষ ঘণ্টায় রোহিত শর্মা এবং কে এল রাহুলকে বেগ দেওয়ার যথেষ্ট চেষ্টা করেছিলেন জেমস অ্যান্ডারসন, স্টুয়ার্ট ব্রড, অলি রবিনসন, স্যাম কারানরা। কিন্তু সামলে দিয়েছেন রোহিত (৯ ব্যাটিং) এবং রাহুল (৯ ব্যাটিং)। বৃহস্পতিবার সকালে ইংল্যান্ডের পেস ব্যাটারিকে টিম ইন্ডিয়ার ওপেনিং জুটি কতটা ভালো সামলাতে পারেন তার উপর অনেকটাই নির্ভর করছে ম্যাচের ভাগ্য।