বিনু থেকে বিরাট-- পরিসংখ্যাান হাতের মুঠোয়
সুমিত গঙ্গোপাধ্যায়এক নজরে ভারত বনাম ইংল্যান্ড টেস্ট ক্রিকেট :-
ম্যাচ - ১২৬।
ইংল্যান্ড জয়ী ৪৮
ভারত জয়ী ২৯
ড্র ৪৯।
ইংল্যান্ডের ৩০ জন অধিনায়ক নেতৃত্ব দিয়েছেন। ভারতের ১৯ জন।
দলগত সর্বোচ্চ -
ইংল্যান্ড ৭১০/৭ ডি: (বার্মিংহাম, ২০১১)
ভারত ৭৫৯/৭ ডি:(চেন্নাই, ২০১৬/১৭)।
দলগত সর্বনিম্ন
ইংল্যান্ড ৮১ (মোতেরা, ২০২০/২১)
ভারত ৪২ (লর্ডস, ১৯৭১)। ভারত ৯ বার ১০০ রানের নীচে আউট হয়েছে।
সর্বোচ্চ ব্যক্তিগত
ইংল্যান্ড - ৩৩৩ গ্রাহাম গুচ (লর্ডস,১৯৯০)
ভারত ৩০৩ করুণ নায়ার (চেন্নাই, ২০১৬/১৭)।
শতরান
ইংল্যান্ড ১২২ (১-৩০০, ১৩ -২০০), ৬৩ জন ক্রিকেটার।
ভারত ১০৪ (১-৩০০,৮-২০০), ৪৬ জন ক্রিকেটার। ভারতের হয়ে ১৭ জন মুম্বই ক্রিকেটার ৩৯টি শতরান করেছেন।
সেরা বোলিং
ইংল্যান্ড ৮/৩১ - ট্রুম্যান(ম্যাঞ্চেস্টার, ১৯৫২)।
ম্যাচে সেরা ১৩/১৩৬ - বোথাম (ওয়াংখেড়ে,১৯৭৯-৮০)।
ভারত ৮/৫৫ - বিনু মানকড় (মাদ্রাজ, ১৯৫১/৫২)।
ম্যাচে সেরা ১২/১০৮ বিনু মানকড় (মাদ্রাজ, ১৯৫১/৫২)।