• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ছন্দে মুস্তাফিজুর, বাংলাদেশের বিরুদ্ধে ফের হার অস্ট্রেলিয়ার

আফিফের ব্যাটে ভর করে সিরিজে ২-০ এগিয়ে গেল মাহমুদউল্লার দল

বিপ্রতীপ দাস, ঢাকা

সিরিজের প্রথম ম্যাচের পর দ্বিতীয় ম্যাচেও সফররত অস্ট্রেলিয়া হারের স্বাদ দিল বাংলাদেশ। মুস্তাফিজুর রহমানের নিয়ন্ত্রিত কাটারের দৌলতে অস্ট্রেলিয়াকে ১২১ রানে আটকে রেখেছিল মাহমুদউল্লার দল। আট বল বাকি থাকতেই পাঁচ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। যার জেরে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে আবারও ব্যর্থ ওপেনার সৌম্য সরকার। প্রথম ম্যাচে ২ রান (৯ বল) করা এই বাঁ-হাতি দ্বিতীয় ম্যাচে ফেরেন খালি হাতে। মহম্মদ নঈমও ১৩ বলে ৯ রান করে জশ হ্যাজলেউডের বলে বোল্ড হয়ে যান। তৃতীয় উইকেট জুটিতে ৩৭ রান যোগ করেন শাকিব আল হাসান এবং মেহেদি হাসান। ব্যক্তিগত ১৬ রানে রিভিউ নিয়ে একবার জীবন পেলেও বড় রান করতে পারেননি শাকিব। ফেরেন ১৭ বলে ২৬ রান করে। অধিনায়ক মাহমুদউল্লা শূন্য রানে আউট হয়ে যাওয়ায় একসময় চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। দলের স্কোর তখন ৫৯/৪। ব্যক্তিগত ২৩ রানে মেহেদিও স্টাম্পড হইয়ে যান। দলের রান তখন পাঁচ উইকেটে ৬৭। কিন্তু সেখান থেকেই জয়ের গন্ধ পাওয়া অজি শিবিরে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন আফিফ হোসেন ও নুরুল হাসান। অবিচ্ছিন্ন ষষ্ঠ উইকেটে ৪৪ বলে ৫৬ রান যোগ করেন দু’জনে। ৩১ বলে অপরাজিত ৩৭ রান করে ম্যাচের সেরা হয়েছেন আফিফ। নুরুল করেন ২১ বলে অপরাজিত ২২ রান।

এর আগে এদিন মীরপুরে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অজি অধিনায়ক ম্যাথু ওয়েড। কিন্তু মিচেল মার্শ (৪২ বলে ৪৫ রান) এবং মোজেস এনরিকে (২৫ বলে ৩০ রান) ছাড়া কেউ বলার মতো রান পাননি। যার নেপথ্যে মুস্তাফিজ (৩/২৩) এবং শরিফুল ইসলামের (২/২৭) দুর্দান্ত বোলিং। শেষদিকে মিচেল স্টার্ক ১০ বলে ১৩ রান না করলে ১১০-ও পেরোতে পারত না অস্ট্রেলিয়া।

     

বিজ্ঞাপন

Goto Top