• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজে নেই জোফ্রা আর্চার

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও অ্যাশেজ নিয়েও সংশয়

বিপ্রতীপ দাস, ঢাকা

চোটের সঙ্গে যুদ্ধ ইংল্যান্ডের পেস বোলার জোফ্রা আর্চারের জন্য নতুন কিছু নয়। তবে এবারের ধাক্কাটা তাঁর নিজের ও দল ইংল্যান্ডের কাছে কিছুটা বড়ই বলা চলে। এ বছর আর মাঠে দেখা যাবে না তাঁকে। অর্থাৎ, ঘরের মাঠে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের পাশাপাশি টি-২০ বিশ্বকাপ ও অ্যাশেজ থেকেও ছিটকে গিয়েছেন জোফ্রা আর্চার।

ডান কনুইয়ে চোট পাওয়ার পর মে মাসে তাঁর অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর কাউন্টি দল সাসেক্সের হয়ে মাঠে ফিরেছিলেন তিনি। কিন্তু চোট নতুন করে জেঁকে বসায় আন্তর্জাতিক ক্রিকেটে তার ফেরার অপেক্ষাটা আরও দীর্ঘায়িত হল। এ বছর ভারত সফরে সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছিলেন তিনি।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‍‘‍‘গত সপ্তাহে জোফ্রা আর্চারের ডান কনুইয়ে আবার স্ক্যান করা হয়। স্ক্যান থেকে জানা গিয়েছে, ডান কনুইয়ের স্ট্রেস ফ্র্যাকচারটা আবার ফিরে এসেছে। এ কারণে এ বছরের বাকি সময়ের জন্য তিনি মাঠ থেকে ছিটকে যাচ্ছেন। তিনি ভারতের বিপক্ষে চলতি টেস্ট সিরিজ, আইসিসি টি-২০ বিশ্বকাপ এবং অস্ট্রেলিয়ায় অ্যাশেজ খেলতে পারবেন না।’’

আর্চারের ছিটকে পড়া ইংল্যান্ডের জন্য বেশ বড় এক ধাক্কা। মানসিক অবসাদের কারণে কিছুদিন আগে ক্রিকেট থেকে বিরতি নিয়েছেন অলরাউন্ডার বেন স্টোকস। আরেক পেসার ওলি স্টোনও চোটের কারণে আছেন মাঠের বাইরে। সব মিলিয়ে, টি-২০ বিশ্বকাপ ও অ্যাশেজ নিয়ে পরিকল্পনার ছক আঁকা এখন ইংল্যান্ড দলের জন্য খুব কঠিন হয়ে পড়ল।

     

বিজ্ঞাপন

Goto Top