• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

জাদেজার ডাবলের দিনে আলোচনায় মঞ্জরেকর

পরিসংখ্যান এগিয়ে রাখছে টিম ইন্ডিয়াকে

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

২০১৯ বিশ্বকাপ। ধারাভাষ্য দিতে থাকা সঞ্জয় মঞ্জরেকর হঠাৎই বলে উঠেছিলেন, “রবীন্দ্র জাদেজা একজন অসম্পূর্ণ ক্রিকেটার। টেস্ট ম্যাচেও ওকে বোলার ছাড়া কিছু মনে হয় না আমার।“ টুইটারে পাল্টা তোপ দেগেছিলেন জাদেজাও। বলেছিলেন, "আপনি যত ম্যাচ খেলেছেন তার দ্বিগুণেরও বেশি ম্যাচ আমি খেলেছি এবং এখনও খেলে চলেছি। যে যা করেছে তাকে সম্মান করতে সগিখন। আপনার অতিকথন অনেক শুনেছি।“

তিক্ত সম্পর্কের শুরু তখন থেকেই। ২০২০ সালেও জাদেজাকে নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন বিজয় মঞ্জরেকরের পুত্র। কিন্তু তখন আর তার জবাব দেননি জাদেজা। সম্ভবত জবাবটা তুলে রেখেছিলেন শুক্রবারের ট্রেন্টব্রিজের জন্য। যেদিন তাঁর মতো ‘বোলার’-এর ব্যাট থেকে বেরোল ৫৬ রানের ঝকঝকে ইনিংস। একইসঙ্গে কপিল দেব, অনিল কুম্বলে, হরভজন সিং এবং রবিচন্দ্রন অশ্বিনের পর পঞ্চম ভারতীয় হিসাবে টেস্টে ২০০০ রান এবং ২০০ উইকেটের ‘ডাবল’ ক্লাবে ঢুকে পড়লেন সৌরাষ্ট্রের অলরাউন্ডার। আর সেখানেই শুরু হয়ে গেল মঞ্জরেকরের সঙ্গে তাঁর তুলনা।

রেকর্ড বলছে, ৩৭ টেস্টের কেরিয়ারে ২০৪৩ রান করেছিলেন মঞ্জরেকর। গড় ৩৭.১৪। চারটি শতরান। সর্বোচ্চ ২১৮। পাশাপাশি, ৭৪টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১৯৯৪ রান করেছিলেন। গড় ৩৩.২৩। একটি শতরান ও ১৫টি অর্ধশতরান। সেখানে কেরিয়ারের ৫৩ তম টেস্ট খেলতে নেমে ইতিমধ্যে জাদেজার সংগ্রহ ২০৪১ রান। গড় ৩৫.৮১। তারই সঙ্গে রয়েছে ২৪.৪১ গড়ে ২২১ উইকেট। একদিনের আন্তর্জাতিকে কেরিয়ারেও ১৬৮ ম্যাচে ২৪১১ রান করেছেন জাদেজা। গড় ৩২.৫৮। বল হাতে নিয়েছেন ১৮৮ উইকেট। গড় ৩৭.৩৬। যার জেরে পরিসংখ্যান তুলে সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়ে গিয়েছে যে জাদেজার সমালোচনা করার যোগ্যতা আদৌ মঞ্জরেকরের রয়েছে কিনা। অনেকেই অবশ্য এই আলোচনায় অংশ নিতে নারাজ। কারণ, দু’জন দুই ভিন্ন সময়ের ক্রিকেটার। আর মধ্যবর্তী সময়ে অনেকটাই বদলে গিয়েছে খেলার চরিত্র।

শুক্রবারের খেলার পর অবশ্য প্রবল আলোচনা চলছে কে এল রাহুলকে নিয়েও। প্রয়োজনের সময়ে ৮৪ রানের যে ইনিংস কর্ণাটকী খেলে গেলেন তা শতরানের থেকে কোনও অংশে কম মূল্যবান নয়। শেষদিকে চালিয়ে খেলে ২৮ রান করে গেলেন জসপ্রীত বুমরাও। তাঁদের মিলিত অবদানই প্রথম ইনিংসে ৯৫ রানের লিড এনে দিল টিম ইন্ডিয়াকে। যে লিডের সামনে কিছুটা হলেও ফিকে দেখাচ্ছে অলি রবিনসন (৫/৮৫) এবং জেমস অ্যান্ডারসনের (৪/৫৪) দুর্দান্ত বোলিং। প্রসঙ্গত, এদিনই অনিল কুম্বলেকে টপকে টেস্টে সর্বোচ্চ উইকেটশিকারীর তালিকায় তিন নম্বরে উঠে এলেন অ্যান্ডারসন। দিনের শেষ ইংল্যান্ডের ওপেনাররা ২৫ রান তুলেছেন। তবে এখনও ৭০ রানে পিছিয়ে রয়েছেন জো রুটরা।

ভারতীয় সমর্থকরা অবশ্য তাকিয়ে রয়েছেন অন্য রেকর্ডের দিকে। পরিসংখ্যান বলছে ইংল্যান্ডের মাটিতে প্রথম ইনিংসে আটবার ৭৫ বা তার বেশি রানের লিড নিয়েছে ভারত। এর মধ্যে চারবার জিতেছে তারা। চারবার ড্র হয়েছে ম্যাচ। সবমিলিয়ে সপ্তাহান্তের টানটান লড়াইয়ের জন্য তৈরি হচ্ছে নটিংহ্যাম।

     

বিজ্ঞাপন

Goto Top