• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

দুরন্ত বুমরা! জয় থেকে ১৫৭ রান দূরে টিম ইন্ডিয়া

নজরকাড়া শতরান ইংল্যান্ড অধিনায়ক জো রুটের

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

শুক্রবার শেষ বেলায় গোটা তিনেক নো বল করেছিলেন। মনে হয়েছিল, প্রথম ইনিংসের পর হয়তো ছন্দ হারিয়েছেন তিনি। কিন্তু শনিবার দুর্দান্তভাবেই ফিরে এলেন জসপ্রীত বুমরা। প্রথম ইনিংসে ৪/৪৬-এর পর দ্বিতীয় ইনিংসে তুলে নিলেন ৬৪ রানে পাঁচ উইকেট। তাঁর ১১০ রানে ন’উইকেটই ম্যাচ ঘুরিয়ে দিল টিম ইন্ডিয়ার দিকে।

প্রথম ইনিংসের মতোই নজর কাড়লেন আরও একজন। ইংল্যান্ড অধিনায়ক জো রুট। প্রথম ইনিংসে দলের ১৮৩ রানের মধ্যে ৬৪ এসেছিল তাঁর ব্যাট থেকে। দ্বিতীয় ইনিংসে আক্রমণাত্মক মেজাজে ব্যাট করে খেলে গেলেন ১৭২ বলে ১০৯ রানের চোখধাঁধানো ইনিংস। রুটের টেস্ট কেরিয়ারের ২১ তম শতরান। একইসঙ্গে চলতি ক্যালেন্ডার বছরে টেস্টে হাজার রান পূর্ণ করলেন তিনি।

এদিন সকালে প্রথম আধ ঘণ্টার মধ্যেই রোরি বার্নস (১৯) এবং জ্যাক ক্রলিকে ফিরিয়ে দিয়েছিলেন যথাক্রমে মহম্মদ সিরাজ ও বুমরা। তারপরেই ইনিংস মেরামতির কাজ শুরু করেন রুট। পাল্টা আক্রমণে লড়াই নিয়ে যান প্রতিপক্ষ শিবিরে। প্রথমে ডম সিবলিকে নিয়ে তৃতীয় উইকেটে ৮৯ রানের জুটি। যার মধ্যে সিবলির অবদান মাত্র ১২। বুমরার বলে সিবলে (২৮) ফেরার পর জনি বেয়ারস্টোকে (৩০) নিয়েও ৪২ রানের জুটি গড়েন রুট। ড্যান লরেন্স (২৫), জস বাটলাররা (১৭) ক্রিজে থিতু হয়ে যাওয়ার পরেও রুটকে সেভাবে সঙ্গ দিতে পারেননি। বরং কিছুটা চেষ্টা চালাচ্ছিলেন আট নম্বরে নামা স্যাম কারান। কিন্তু কোহলিরা দ্বিতীয় নতুন বল নেওয়ার পর প্রথম ওভারেই রুটকে ফেরান বুমরা। এরপর কারান (৩২) ও স্টুয়ার্ট ব্রডকে পপর দু’বলে ফিরিয়ে টেস্ট কেরিয়ারের দ্বিতীয় হ্যাটট্রিকের কাছাকাছি চলে এসেছিলেন বুমরা। কিন্তু শেষমেশ তাঁকে সফল হতে দেননি জেমস অ্যান্ডারসন। ৩০৩ রানে শেষ হয় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। দ্বিতীয় নতুন বল নেওয়ার পর শেষ চার উইকেট পরে মাত্র ৩৫ বলের মধ্যে।

২০৯ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা আত্মবিশ্বাসীভাবেই করেছিলেন আগের ইনিংসের নায়ক কে এল রাহুল। অ্যান্ডারসনের বিষাক্ত সুইং-এ কয়েকবার পরাস্তও হয়েছিলেন। তবে একইসঙ্গে বজায় রাখছিলেন রান তোলার গতি। কিন্তু ব্যক্তিগত ২৬ রানে ব্রডের আউটসুইং-এ খোঁচা দিয়ে আউট হন তিনি। রোহিত শর্মা এবং চেতেশ্বর পুজারা অবশ্য বিপদ বাড়তে দেননি। দিনের শেষে রাহুলের উইকেট হারিয়ে ৫২ রান তুলেছে টিম ইন্ডিয়া। জয় থেকে আর ১৫৭ রান দূরে কোহলিরা। যা শেষ দিনের প্রথম দু’সেশনের মধ্যে উঠে যাবে বলেই আশা করছেন ভারতীয় সমর্থকরা।

     

বিজ্ঞাপন

Goto Top