• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

শাকিবদের ব্যাটিং পরামর্শদাতার দায়িত্বে প্রিন্স

২০২২ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত থাকবেন দায়িত্বে

বিপ্রতীপ দাস, ঢাকা

শাকিব আল হাসান, মাহমুদউল্লাদের পূর্ণ সময়ের ব্যাটিং পরামর্শদাতা হলেন অ্যাশওয়েল প্রিন্স। শুক্রবার প্রাক্তন প্রোটিয়া অধিনায়ককে এই পদে নিয়োগ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ২০২২ সালের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের ব্যাটিং পরামর্শদাতার ভূমিকায় দেখা যাবে প্রিন্সকে।

প্রসঙ্গত, জিম্বাবুয়ে সফরে বাংলাদেশ দলের সাময়িক ব্যাটিং পরামর্শদাতা হিসাবে কাজ করেছিলেন প্রাক্তন প্রোটিয়া ব্যাটসম্যান অ্যাশওয়েল প্রিন্স। এরপরেই তাঁর চুক্তির মেয়াদ বাড়ছে বলে গুঞ্জন শোনা গেলেও অস্ট্রেলিয়া সিরিজে টাইগারদের ড্রেসিংরুমে দেখা যায়নি তাঁকে। তবে আসন্ন নিউজিল্যান্ড সিরিজ থেকেই আবারও মাহমুদউল্লাদের শিবিরে যোগ দিচ্ছেন প্রিন্স।

উল্লেখ্য, প্রিন্সের কোচিং-এ জিম্বাবুয়ে সিরিজে দুর্দান্ত পারফর্ম করেছে বাংলাদেশ। টেস্টে ব্যাটসম্যানদের দাপটে জিম্বাবুয়ের বিপক্ষে ২১৮ রানের বিশাল জয় পায় তারা। এছাড়া, একদিনের সিরিজ এবং টি-২০ সিরিজেও ব্যাটসম্যানরা তাঁদের সাফল্য ধরে রেখেছিলেন।

দক্ষিণ আফ্রিকার ক্রিকেট ইতিহাসে প্রথম অশ্বেতাঙ্গ অধিনায়ক ছিলেন প্রিন্স। জাতীয় দলের হয়ে ৬৬টি টেস্টে ৩৬৬৫ রান রয়েছে তাঁর। যার মধ্যে রয়েছে ১১টি শতরান। এছাড়া, ৫২টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ১০১৮ রান করেছেন প্রিন্স। ২০১১ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও ২০১৫ সাল পর্যন্ত পেশাদার ক্রিকেট খেলেছেন তিনি।

বাংলাদেশ দলের কোচিং প্যানেলে এই নিয়ে তিনজন প্রোটিয়া যুক্ত হলেন। এর আগে নিযুক্ত হয়েছিলেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো এবং ফিল্ডিং কোচ রায়ান কুক। এছাড়া, শাকিবদের ফিজিও জুলিয়ান ক্যালিফাতোও দক্ষিণ আফ্রিকার নাগরিক।

     

বিজ্ঞাপন

Goto Top