• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

ঘাতক সেই অ্যান্ডারসন, ম্যাচে ফিরল ইংল্যান্ড

লর্ডসে পালিত হল ‘রেড ফর রুথ’

স্পোর্টি ওয়ার্ল্ড নিউজ ডেস্ক

বিশ্বের তাবড় বৈজ্ঞানিকদের প্রচেষ্টায় করোনার টীকা আবিষ্কার হয়ে গিয়েছে ন’মাসেই। কিন্তু ৮৯ বছরেও বেরোল না ভারতীয় ব্যাটিং-এর রোগ সারাবার দাওয়াই। দুর্দান্ত শুরু করেও সাদামাঠা স্কোরে অল আউট হয়ে যাওয়া। যার ব্যতিক্রম হল না লর্ডসেও। প্রথম দিনের শেষে দলের রান ছিল তিন উইকেটে ২৭৬। যা দেখে অনেক ভারতীয় ক্রিকেটপ্রেমীই আশা করেছিলেন, দ্বিতীয় দিনের চা-বিরতিতে সাড়ে চারশোয় পৌঁছে যাবে টিম ইন্ডিয়া। কিন্তু সে গুড়ে বালি। দিনের দ্বিতীয় বলেই ড্রাইভ করতে গিয়ে আউট হলেন কে এল রাহুল (১২৯)। আর এদিন প্রথমবারের মতো স্ট্রাইকে এসে প্রথম বলেই খোঁচা দিয়ে ফিরলেন রাহানে (১)। তিন উইকেটে ২৭৬ থেকে আচমকাই স্কোরবোর্ডে ২৮২/৫। তবুও যে সেখান থেকে দল ৩৬৪-তে পৌঁছতে পারল তার পিছনে থাকল ঋষভ পন্থ (৩৭) এবং রবীন্দ্র জাদেজার (৪০) মূল্যবান ইনিংস।

ইতিহাস বদলাল না আর এক ক্ষেত্রেও। বরাবরের মতোই এবারও লর্ডসে টিম ইন্ডিয়ার তারকাখচিত ব্যাটিং অর্ডারকে দুমড়ে দিলেন জেমস অ্যান্ডারসন। ৩৯ পেরিয়েও হাত ঘোরালেন ২৯ ওভার। ৬২ রান খরচ করে তুলে নিলেন পাঁচ উইকেট। কেরিয়ারে এই নিয়ে ৩১ বার পাঁচ উইকেট তুললেন ইংল্যান্ড সমর্থকদের আদরের জিমি।

প্রয়াত স্ত্রী রুথের স্মরণে ‘রেড ফর রুথ’ চালু করেছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক স্যার অ্যান্ড্রু স্ট্রস। ২০১৯ সাল থেকেই লর্ডস টেস্টে চলছে এই নিয়ম। উদ্দেশ্য, মানুষের মধ্যে ফুসফুসের ক্যান্সার নিয়ে সচেতনতা বাড়ানো। তাই অনেকেই মাঠে এসেছিলেন লাল ব্লেজার বা লাল টাই পরে। যে কারণে সাদা-নীল জার্সির পরিবর্তে এদিন সাদা-লাল জার্সি পরে নেমেছিলেন জো রুটরাও। সেই বদলে যাওয়া জার্সিই মতোই নিজেদের ভাগ্য বদলে এদিন ম্যাচে ফিরে এল ইংল্যান্ড।

রোহিত-রাহুলের মতোই সাবধানীভাবে ইনিংস শুরু করেছিলেন রোরি বার্নস এবং ডম সিবলি। কিন্তু শেষ সেশনের প্রথম ওভারেই ইংল্যান্ডকে জোর ধাক্কা দেন মহম্মদ সিরাজ। পরপর দু’বলে তুলে নেন সিবলি (১১) ও দীর্ঘদিন বাদে দলে ফেরা হাসিব হামিদকে (০)। কিন্তু তারপরেই চিরাচরিতভাবে পাল্টা আক্রমণের রাস্তা তৈরি করেন রুট। বার্নসকে সঙ্গে নিয়ে তৃতীয় উইকেটে যোগ করেন ৮৫ রান। কিন্তু তারপরেই রাউন্ড দ্য উইকেট বল করতে এসে শামি প্যাভিলিয়নে ফেরান বার্নসকে (৪৯)। দিনের শেষে অবশ্য বিপদ বাড়তে দেননি রুট (৪৮ ব্যাটিং) এবং জনি বেয়ারস্টো (৬ ব্যাটিং)। যার জেরে ৪৫ ওভার ব্যাট করে তিন উইকেট হারিয়ে ১১৯ রান তুলেছে ইংল্যান্ড। ভারতের থেকে আপাতত ২৪৫ রানে পিছিয়ে রুট অ্যান্ড কোং।

সবমিলিয়ে ভারতের পক্ষে ম্যাচের রাশ ফের নিজেদের হাতে নেওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। কিন্তু যেভাবে ক্যাপ্টেন কোহলি বালখিল্যের মতো দু’টি রিভিউ নষ্ট করেছেন তাতে চিন্তার মেঘ টিম ইন্ডিয়ার ড্রেসিংরুমে।  

     

বিজ্ঞাপন

Goto Top