• +91 6291642485
  • 6291642485
Banner

খেলার বিভাগ > ক্রিকেট

লর্ডস টেস্টের ১১ রেকর্ড

টেস্ট সিরিজে ভারত এগিয়ে ১-০ 

সুমিত গঙ্গোপাধ্যায়

গাদা গাদা রেকর্ড হল ভারত বনাম ইংল্যান্ডের চলতি লর্ডস টেস্টে। দেখে নেওয়া যাক কী কী ঘটল:

 

১) কে এল রাহুল দশম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে লর্ডসে সেঞ্চুরি করলেন।

২) নবম উইকেটে বুমরা-শামি জুটির ৮৯ অপরাজিত রানের জুটি ক) নবম উইকেটে ইংল্যান্ডের মাটিতে সর্বোচ্চখ) নবম উইকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় সর্বোচ্চ।

প্রসঙ্গত উল্লেখ করা যায়, এর আগে এই নবম উইকেটে ভারতের ৮টি শতরানের জুটি হয়েছে। শামি-বুমরা ১১ নম্বরে আছেন।

৩) এদিকে শামির অপরাজিত ৫৬ হলো তাঁর টেস্টে সর্বোচ্চ রান এবং দ্বিতীয় অর্ধশত রান(টেস্টে)।

৪) শামি ভারতের ২৬ তম ব্যাটসম্যান যিনি এই নবম ব্যাটসম্যান হিসেবে টেস্টে হাফ সেঞ্চুরি করলেন। তাঁর আগে ২৫ জন ক্রিকেটার ৪৭টি হাফ সেঞ্চুরি ও ১টি শতরান করেছেন। একমাত্র শতরান জয়ন্ত যাদবের।

৫) উল্লেখ করা যাক, লর্ডসে এই নিয়ে তৃতীয় বার কোনও ভারতীয় নবম ব্যাটসম্যান হিসেবে অর্ধশতাধিক রান করেন। এর আগে ভুবনেশ্বর কুমার ও অমর সিংয়ের এই রেকর্ড ছিল। এর মধ্যে অমর সিংয়ের ইনিংসটি স্পেশাল। ঐটাই টেস্টে ভারতের হয়ে প্রথম হাফ সেঞ্চুরি, ১৯৩২ সালের ঐতিহাসিক প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে।

৬) বিরাট কোহলির এটি সব মিলিয়ে ৩৭ তম জয়। তিনি আপাতত চতুর্থ। বর্তমান খেলোয়াড়দের মধ্যে এক নম্বরে।

৭) টেস্টে এটি ভারতের ক)১৬৩তম জয়, খ) বিদেশের মাটিতে ৫৪তম জয়, গ) ইংল্যান্ডের মাটিতে ৮ম জয়।

আরও কয়েকটি আকর্ষণীয় তথ্য দিয়ে রেকর্ডের খাতা বন্ধ করবো।

 

৮) গত ১ জানুয়ারি ২০১৮ থেকে আজ অবধি ৩৫টি টেস্টের ২০টিতে ভারত জিতেছে। ১২টি হেরেছে। ৩টি ড্র।

৯) এই ম্যাচ গুলিতে ৬৯টি ইনিংসে ভারতের বোলাররা ৬৩৭টি উইকেট নিয়েছেন অর্থাৎ গড়ে ৯টির বেশি। অর্থাৎ প্রায় সব ইনিংসেই বিপক্ষকে অল আউট করেছেন তাঁরা। তাছাড়া ৩৫টি টেস্টের একটি বাদে সব টেস্টেই দু’ইনিংসে বল করতে হয়েছে তাঁদের। অর্থাৎ বলা চলে বিপক্ষকে দু’বারই অল আউট করার ক্ষমতা রাখেন তাঁরা, তা সে দেশেই হোক বা বিদেশে।

১০) এই ৬৩৭টি উইকেটের মধ্যে ৩৯৩টি পেসারদের, ২২৮টি স্পিনারদের, ১৬টি রান আউট। অর্থাৎ ৬১.৭% উইকেট পেসাররা নিয়েছেন, স্পিনাররা সেখানে ৩৫.৮% এ পড়ে আছেন।

১১) ভারতের বিপক্ষে কোনও দল উইকেট প্রতি ২২.৮ এর বেশি রান করতে পারেনি যেখানে ভারত ২৬.৮৪ গড়ে রান তুলেছে উইকেট প্রতি।

ছবি সৌজন্য:  বিসিসিআই

     

বিজ্ঞাপন

Goto Top